| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোনো হে চাপাতিওয়ালা,
সর্ষের ভুতে খেয়ে যায় লুটে
সবার চোখে রঙিন ঠুলি
সবই তারা খায় চেটেপুটে
মুখে থাকে মানবতার বুলি।
ধর্ম দিয়ে ভাগ করে তারা
মানুষ/ফানুস বিচিত্রতা
চাপাতির কোপে লাশ হয় কারা?
প্রশ্ন কি পেরিয়ে গেল সীমাবদ্ধতা?
ধর্ম সমালোচনার উর্ধ্বে না।জেনে নাও চাপাতিওয়ালা
আজকে আমার মগজে হানো।কাল তবে তোমার পালা!
©somewhere in net ltd.