নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“নির্বাক”
_____এম, আর, তালুকদার
অনেক কিছুই বলতে পারি
বলার বিষয় ভুড়ি ভুড়ি
তবুও চোখ বন্ধ করি
সবপ্নগুলো জড়িয়ে ধরি।
বলতে গেলে কেঁপে উঠি
জীবনটা ছিল পরিপাটি
ঝড় আসে বারেবারে
যেতে চাই ঐপারে।
ভেবে পাইনা কি বলবো!
কিভাবে কোন পথে চলবো!
সবার দেখি বেজায় গতি
মুখোশ পরে পতিতাও স্বতী,
আমি কেবল দোষী মানুষ
উড়াতে পারিনা রঙিন ফানুস।
# কাব্য #লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ২৮ অগ্রাহায়ন ১৪২৩ বঙ্গাব্দ, ১২ ডিসেম্বর ২০১৬ খিষ্টাব্দ, রাত ১১: ১৫ মিনিট।
১৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫
এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিটা পোষ্টে আপনার গঠনমূলক মন্তব্য আশা করছি ।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:১০
বিদ্যুৎ বলেছেন: বাহ চমৎকার কবিতা। শুভ কামনা রইল।