নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“ক্লান্ত পথিক”
_____এম, আর, তালুকদার
অনেক পথ পাড়ি দিয়ে
আজ বরই ক্লান্ত,
সকল ক্রোধ ঝেড়ে ফেলে
এখন আমি শান্ত।
সোনার চামচ মুখে পুড়ে
করেছিলাম জীবন শুরু
মুখোশ মানবের দুষ্ট চক্রে
জীবন আমার মরু।
পথে পথে ঘুরে ফিরে
তনু হল জীর্ন শীর্ন
গাত্রের ন্যায় জীবনও
ধুসর বিবর্ন।
স্রষ্টার দয়ায় বেঁচে আছি
বাড়িতেছে তাহার ঋণ
ভিক্ষারির ন্যায় ধরার বুকে
বাঁচিব কত দিন !?
কারো নাহি করুনা চাহি
চাহি করুনা তাহার,
নিজ খেয়ালে সৃষ্টি করেছেন
সকল মালিকানা যাহার।
#কাব্য #লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ১৬ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ২৮ ফেব্রুয়ারী ২০১৭ খিষ্টাব্দ, রাত ১১: ৪৫ মি।
১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১১:৫৮
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
কোন বানানে ত্রুটি থাকলে দয়াকরে শুদ্ধ বানানটি জানাবেন আমি শুধরে নেব।
©somewhere in net ltd.
১| ১৮ ই জুলাই, ২০১৭ সকাল ১০:১৬
মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল হয়েছে। বানানের দিকে একটু খেয়াল রাখবেন।
আমি নিজেও বানানে কাঁচা।