নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, “ক্রোধ দমাও”

২০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৭




“ক্রোধ দমাও”
____এম, আর, তালুকদার


মানব জাতি প্রথম করলো
আগুন আবিষ্কার,
সেই আগুন আজ
রুপ নিয়েছে বড়ই ভয়ংকর।

কথায় কাজে আগুন নিয়ে
হচ্ছে ছেলে খেলা,
ক্রোধের অনলে পুড়ছে
কত বালাখানা !!!

আগুন ছিল গুহাবাসির
উন্নয়নের সোপান,
সেই আগুনের মশাল হাতে
বিদ্রোহী শ্লোগান।

আগুনে পুড়ে তৈরি
মানবের খাবার
এই আগুনেই দগ্ধ মানব -
মানবতার হাহাকার !!!

ঘরে আগুন, বাহিরে আগুন
আগুন মানব মনে,
উষ্ণতা আজ বাড়ছে এত
আগুন লাগে বনে।

ধরার পৃষ্ঠে অগ্নি দর্শে
স্তব্ধ আগ্নেয়গিরি,
বরফ গলে পাথার বক্ষে
বৃদ্ধি পাচ্ছে বারি।

মরে গেলে দিচ্ছে কবর
তবুও কলবে হয়না খবর,
দেহ পুরে হচ্ছে শ্মশ্বান
মানব হৃদয় বড়ই পাষাণ !!!

সব পুড়ে যায় ক্রোধ পুড়েনা
ক্রোধের অনল কিছুই ছাড়েনা,
ক্রোধ নিকৃষ্ট অতি
ধ্বংশ করে সৃষ্টির গতি।

অন্তরে ক্রোধ দমাও
সৃষ্টির প্রতি প্রেম বিলাও,
অনলকে নির্বাপন কর
মানবতার বিশ্ব গড়।




# কাব্য, #লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ০২ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ১৬ মার্চ ২০১৭ খিষ্টাব্দ, রাত ০১: ১৫ মিনিট ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++


শুভ ব্লগিং.......

২০ শে জুলাই, ২০১৭ রাত ৯:১৩

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা ,
কবিতাটিতে গনমুখী বৈশিষ্ট বিদ্যমান ।

অনেক শুভেচ্ছা রইল ।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:

অসাধারন কবিতা

অন্তরে ক্রোধ দমাও
সৃষ্টির প্রতি প্রেম বিলাও,
অনলকে নির্বাপন কর
মানবতার বিশ্ব গড়।


শুভেচ্ছা রইল

১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৪

এম আর তালুকদার বলেছেন: কবিতা পড়ে যথাযথ বার্তাটি চিহ্নিত করার জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.