নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“পন্ড হিসাব”
___ এম, আর, তালুকদার
হিসাব কষলাম
বিদ্যার্জনে হব আমি ধণ্য
মূর্খদের তাড়নায়
সবই যেন শূণ্য।
সৃষ্টির সেবার ব্রত নিয়ে
শুরু করলাম কর্ম,
এই হিসাবও পন্ড হল
জ্বলে অশুরের চর্ম।
অর্জিত জ্ঞান বিলাতে গিয়ে
তাতেও পেলাম বাঁধা
শিয়াল মশাই হিসাব কষেন
কি সব বলিস গাঁধা !?
সবার হিসাব নিজের তরে
মানবতা মরছে জ্বরে !
দূর্বল থাকে ধৈর্য্য ধরে
হিসাব থাকে শূণ্য পরে ।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ২৩ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ, ০৬ এপ্রিল ২০১৭ খ্রিষ্টাব্দ, রাত ১১:৩৮ মিনিট
২৮ শে জুলাই, ২০১৭ রাত ১:২৮
এম আর তালুকদার বলেছেন: আপনাকেও ধন৽বাদ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০১৭ রাত ১১:০২
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ