নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“দিদি”
___ এম, আর, তালুকদার
ঝড়ের তোড়ে হারিয়ে গেছে
দিদির নাকের ফুল
পিতৃ ব্যাথায় ব্যকুল দিদি
হারালো দুই কূল।
একূল ওকূল ভাঙলো দু'কূল
পদ যুগল তাহাও বিকল
তবুও দিদি দেবীস্বম
বেহেস্তী পবিত্র ফুল।
ওরা দিদির নিন্দা করে
দিদির মনে ব্যাথা বাড়ে
অশ্রুসিক্ত নয়ন দুটি
ব্যাথায় অন্তর যায় ফাটি।
দিদি তুমি আর কেঁদনা
বাড়ছে ওদের পাপ
তোমার চোখের অশ্রু -
ওদের মহা অভিশাপ।
বড়দি আমায় বললো ডেকে
ওরে বোকা শোন
ভাবনা কিশের বেঁচে আছি
তোর অভাগা বোন।
তুই যে আমার মানিক রতন
তুই যে সোনা ভাই
আমার পরাণ নিয়েও যেন
তোরে বাঁচায় সাই।
ওগো দিদি তোমার দোয়ায়
বেঁচে আছি তাহার দয়ায়
আমায় তুমি একলা ফেলে
কোথায় যেতে চাও!
তোমার মাটির ঘরের পাশে
আমায় জায়গা দাও।
বাম পাশে বাবা ঘুমায়
ডানে ঘুমাবে তুমি
দুই পাশে তোমরা দু'জন
মধ্যেখানে আমি।
দিদির স্বপ্ন ভঙ্গ হল
স্বপ্ন দেখি আমি
এই আশাটা পুরণ কর
ওহে জগৎ স্বামী।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ, সময় ও স্থানঃ ১১ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, ২৪ এপ্রিল ২০১৭ খ্রিষ্টাব্দ, রাত ০১:১৫ মিনিট, কক্ষ নং-০২ (হোটেল বন্দর আবাসিক, মংলা সমুদ্র বন্দর, খুলনা)
০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৫
এম আর তালুকদার বলেছেন: এটা কোন কবিতা নয়। এটা আমার বাস্তবতা। এটা কতটা ছন্দময় তা জানিনা তবে এমন ছন্দপতনের মধ্য দিয়াই চলছি।
২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:১২
মো: নিজাম গাজী বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন হে কবি। শুভকামনা।
১৪ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩১
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:৪১
আনু মোল্লাহ বলেছেন: ছন্দোবদ্ধ কবিতা আমার খুব পছন্দ হয়েছে।
শুভেচ্ছা রইল নিরন্তর।