নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“জলের তলে দেশ”
_____ এম, আর, তালুকদার
চলনবিল হার মেনেছে
মতিঝিলের কাছে
বর্ষায় রাস্তা ডুবে যায
হাটু জলের নিচে।
ঢাকা চট্টগ্রাম ডুবে থাকে
ভরসা কুবের মাঝি,
ভোট আসলেই প্রতিশ্রুতি
সকল ব্যাটাই পাজি।
ফারাক্কার দাড় খুললে
উত্তর বঙ্গ ভাসে,
আমজনতা ডুবে মরে
রয়না কেহ পাশে।
দক্ষিনের কথা কি আর বলি
জলোচ্ছ্বাসের কথা কেমনে ভুলি!
প্রকৃতির পরে মানব দূর্যোগ
নেতারা খোঁজে চুরির সুযোগ।
সারাদেশ জলের তলে
উন্নয়নের জোয়ার চলে,
কিভাবে আর ভরসা রাখি!
নৌকার আশ্বাস সবই ফাঁকি।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ১৯ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ, ০৩ আগষ্ট ২০১৭ খ্রিষ্টাব্দ, রাত ০৮:২৮ মিনিট
©somewhere in net ltd.