নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, “মুখোশ”

২৬ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২০



“মুখোশ”
___এম, আর, তালুকদার


সবার মুখে মুখোশ পরা
আমি হলাম চোর,
যখন আমি আধাঁর দেখি
সবাই দেখে ভোর।

ত্রুটিপূর্ণ চক্ষুঃ নিয়ে
সন্তোর্পনে চলি,
নষ্ট মগজ নিয়ে আমি
জ্ঞানের কথা বলি।

সবার কাছে পাগল আমি
অতি মূর্খও বটে,
কোন ত্রুটি না ঘটিলেও
অনেক কিছু রটে।

সবার মত মুখোশ পরে
ঘুরবো আমি কেমন করে!
বিবেকেরই দংশনেতে
পাইনা সমাধান,
খুজে পেলাম সাধু নিবাস
কেন গহীন বন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



শেষদিকে অন্তমিল রাখলে আরো ভাল হত। শুরুটা চমৎকার ছিল! সব মিলিয়ে ভালই!

২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৩

এম আর তালুকদার বলেছেন: সুপরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। লেখার চেষ্টা করি জানিনা কতটা পারি। আমার প্রতিটি লেখায় আপনাদের যথাযথ মন্তব্য আশা করি।

২| ০৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৬

ভূতুড়ে বাবু বলেছেন: ভালো লাগলো, আরো ভালো আশা করি

১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১:০৭

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.