নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "ঐক্যের আহব্বান"

১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

"ঐক্যের আহব্বান"
____এম, আর, তালুকদার



এক বিশ্বাস, এক ধর্ম,
ভিন্ন কেন তোদের মত !
একতার অভাবে ছিন্নভিন্ন
হারিয়েছ শান্তির পথ।

হামাস মরছে ফিলিস্তিনে
রোহিঙ্গা মরে আরাকানে
মুসলিম দেশে আগুন জ্বলে
হত্যার প্রতিযোগিতা চলে।

তোদের দোষেই নিঃস্ব তোরা
ডুবছে তোদের তরী !
ঝড়ের মাঝেই দাড় টেনে যা
দিতে হবে সাগর পারি।

ওহে মুসলিম এক হও
ভুলে যাও সকল দন্দ,
হাতে হাত রেখে ঘুরে দাড়াও
হঠাও সকল মন্দ।

আর কতকাল দেখবি তোরা
নিজের ভাইয়ের রক্ত !
অত্যাচারীর দোষ দেবো কী!
তোরাই তাদের ভক্ত।

এমনি ভাবে থাকলে পরে
পুরে হবি ছারখার,
অত্যাচারের প্রতিবাদ করে
ঐক্য, শান্তির বিশ্ব গড়।






#কাব্য#লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ১২ সেপ্টেম্বর ২০১৭, রাত ১১:৩২ মিনিট।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৫০

চাঁদগাজী বলেছেন:


আধুনিক বিশ্বে যেসব কারনে মানুষ এক হয়, মজুসলমানদের মাঝে সেসব বন্ধন নেই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

এম আর তালুকদার বলেছেন: তোদের দোষেই নিঃস্ব তোরা
ডুবছে তোদের তরী !

আপনার মন্তব্যটি এই দুই চরণের মাঝে নিহিত।

মন্তব্য করার ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪৭

সামিউল ইসলাম বাবু বলেছেন: অনিন্দ্য

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

এম আর তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

NurunNabi বলেছেন: কাদিয়ানী বিশ্বাসের সাথে ইসলামি বিশ্বাসের পার্থক্যগুলো জানুন! Click This Link

০৪ ঠা অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

এম আর তালুকদার বলেছেন: দয়াকরে পোষ্টটির বিষয়বস্তুর উপর মন্তব৽ করুন।

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৫

অন্তরন্তর বলেছেন: সুন্দর হয়েছে। শুধু মুসলিম এক না হয়ে সমস্ত মানবজাতি যদি এক হয় তবে মনে হয় ভাল হবে। মানবতাবোধ ছাড়া শান্তি সম্ভব নয়। আমরা এখন মানবতার খুব নিম্নস্তরে আছি।

০৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৯

এম আর তালুকদার বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আমার লেখা Click This Link "ক্রোধ দমাও" কবিতাটি পড়ুন, আপনার মন্তব্য ঐ কবিতার সারমর্ম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.