নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“প্রতিঘাত”
___ এম, আর, তালুকদার
বিজলী জ্বলে গগণ জুড়ে
মেঘ গর্জন আসছে তেড়ে,
পাজর জ্বলে বজ্রানলে
হৃদ কম্পন যাচ্ছে বেড়ে।
হত্যার দায়ে ঘৃণ্য হলেন
নাৎসি প্রধান হিটলার
ক্ষমতা তাকে বাঁচাতে পারেনি
পৃথিবী হয়েছিল তোলপার।
কোমল মনে বজ্রাঘাতে
হয়েছি শেলস্বম পাষান
অত্যাচারীর শির মটকাতে
হব চেঙ্গিস খান।
দূর্বলকে আঘাত করেছ
দেখিয়েছ ক্ষমতার জোর
অত্যাচারীকে শিক্ষা দিতে
ফিরবো হয়ে তৈমুর।
তীরের আঘাতে ক্ষত-বিক্ষত
বিশ্ব বিজেতা আলেকজেন্ডার
অত্যাচারীর পতন হবেই
ক্ষীন হবেই তার স্বর।
#বিদ্রোহী কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ২৮ জৈষ্ঠ্য ১৪২৪ বঙ্গাব্দ, ১১ জুন ২০১৭ খ্রিষ্টাব্দ, দুপুর ১২:৫৬ মিনিট।
১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৩
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
২| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৮
প্রামানিক বলেছেন: তীরের আঘাতে ক্ষত-বিক্ষত
বিশ্ব বিজেতা আলেকজেন্ডার
অত্যাচারীর পতন হবেই
ক্ষীন হবেই তার স্বর।
এক কথায় দারুণ। ধন্যবাদ
১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৭
এম আর তালুকদার বলেছেন: কবিতা পাঠের জন্য আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২০
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: বিজলী জ্বলে গগণ জুড়ে
মেঘ গর্জন আসছে তেড়ে,
পাজর জ্বলে বজ্রানলে
হৃদ কম্পন যাচ্ছে বেড়ে
চমৎকার।