নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“আমি রাজা”
______এম, আর, তালুকদার
আমি দেখেও দেখিনা
শুনেও শুনিনা,
আমি রাজা
সবাই আমার ঝী
তোরা করবি আমার কি !?
যদি বল বাঁকা কথা
আছে পেসার যাতা,
যত করবি চিৎকার
সব বানিয়ে দেব অপপ্রচার,
তোরা হবি লাঞ্চিত, নির্যাত্বিত
সবাই তোদের দেবে ধিক্কার।
আমি রাজা
তোরা করবি আমার কি !?
#ব্যঙ্গ কাব্য #লেখা সমাপ্তি তারিখ ০৩ পৌষ ১৪২৩ বঙ্গাব্দ, ১৭ ডিসেম্বর ২০১৬ খ্রিষ্টাব্দ।
১৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:১০
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ, তবে এমন স্বেচ্ছাচারী রাজার পতন অনিবার্য।
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০১৭ সকাল ৮:২৮
রুলীয়াশাইন বলেছেন: সুন্দর কবিতা।আসলে রাজাদের আচরণ এমনই হয়।