নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“সুখ চাই”
____এম, আর, তালুকদার
শত যাতনা সয়েও
আছি অতি তুষ্ট
এতকিছু পেয়েও তোরা
কেন এত রুষ্ট।
টুকরীর ভিতর এত শান্তি
চোখ বুজে যায় ঘুমে,
তোরা কেন জেগে থাকিস
নাতিশীতোষ্ণ রুমে !
ক্ষুধার জ্বালা চেপে রেখে
মুখে ফুটে হাসি,
মদের নেশায় বিভোর হয়ে
হাতে পেতে চায় শশী।
কত যাতনা সহ্য করে
কেহ হল স্বাধক ঋষী,
সিংহাসনে সুখ অভাবে
রাজা হয় জঙ্গলবাসী।
নীলকান্ত মনির চেয়েও
সুখ যদি হয় দামী,
একটুখানি সুখ দাও আমায়
ওহে জগৎ স্বামী।
#কাব্য # লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ১৮ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ০২ মার্চ ২০১৭ খ্রিষ্টাব্দ, রাত ১১:৫৫ মিনিট।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৫
এম আর তালুকদার বলেছেন: কবিতাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
২| ২২ শে অক্টোবর, ২০১৭ ভোর ৬:২৩
ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর একটি ভাবনা নিয়ে লেখা কবিতা পাঠে ভাল লাগল ।
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩২
এম আর তালুকদার বলেছেন: অনেক দিন পরে ব্লগে এলাম তাই প্রতিউত্তর করতে দেরি হল। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০২
ব্লগ সার্চম্যান বলেছেন: ভালো হয়েছে কাব্য।