নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“নীল”
___ এম, আর তালুকদার
নীল গগণের নিচে
নীল জলে ভাসি
অন্তরটা নীল হয়েছে
মুখে নীলাভ হাসি।
সকল রঙ হারিয়ে গেছে
নীল হয়েছে আপন
অন্ধকারে চোখ মুদিলে
দেখি নীল স্বপন।
স্বপ্নে দেখা নীল কুঠুরির
দাড়গুলো সব নীল
আমায় দেখে সুখের রঙে
আটকে রাখে খিঁল।
চারিদিকে রঙের ছটা
আমার মাথায় দুঃখের জটা
সুখের নদে চলে ভাটা
বুকে বিঁধেছে বিষের কাঁটা।
কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত
পিঞ্জর হয়েছে নীল
সুখ বিহনে দুঃখ অনলে
পুরছি তিল তিল।
সকল রঙ ঝলসে গেছে
গাঢ় হয়েছে নীল
বুকের ভিতর নীল জোয়ারে
ক্ষয়ে যাচ্ছে দিল।
ক্ষত হৃদে নীল কালিতে
আঁকি সুখের ছবি
সুখ যেন মরিচিকা
করনা সুখের দাবি।
বিকাল ৫:৪৫ মি. খোলা আকাশের নিচে পশুর নদীর পাড়ে ঝড় বাতাসের মধ্যে ছোট টিলার উপর বসে লেখা শুরু করেছিলাম পৌনে সাতটার দিকে সেখান থেকে উঠে এসে রাস্তায় হাটছিলাম আর ছন্দ চরণ নিয়ে খেলছিলাম, সাড়ে আটটার দিকে ক্ষান্ত দিলাম। পরের দিন কক্ষ নং ০২ এ বসে কাব্যের শেষ চার চরণ সমাপ্ত করলাম দুপুর ০২:২৩ মি. ।
লোকে বলে বেদনার রং নীল কিন্তু আমার সবচেয়ে পছন্দের রং নীল। শুনেছি আঘাতে আঘাতে ব্যাথাগুলো জমে নীল রং ধারন করে, তাহলে কি আমার ভিতরেও ব্যাথার আস্তরন জমে নীল হয়ে গেছে ........
৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩০
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:২২
সচেতনহ্যাপী বলেছেন: নীলকন্ঠ বুঝি একেই বলে!!
৩১ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৫
এম আর তালুকদার বলেছেন: আপনার মন্তব্যটি খুব ভাল লাগলো। ধন্যবাদ।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: আর আমার মন্তব্য নিশ্চয় খারাপ লেগেছে? আপনি তো আমার প্রশ্নটা এড়িয়েই গেলেন।উত্তর চাইলেই দিতে পারতেন।
শুভ কামনা।ভাল থাকুন।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮
এম আর তালুকদার বলেছেন: না ভাই আপনার মন্তব্য খারাপ লাগেনি, দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহিতে।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: অনেক ব্যাথা বুঝি আপনার?
চমৎকার লিখেছেন।শুভ কামনা।