নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
“রোজনামচা”
_____এম, আর, তালুকদার
রোজনামচার সাদা পাতাগুলো
আমার সাথে কথা বলে,
এক একটা তারিখ ঘটনা হয়ে
মস্তিষ্কের শিরায় শিরায়
স্পষ্ট হয়ে ওঠে।
সাদা পাতাগুলো আমার সাথে
কথা বলতে শুরু করে,
যেন কোন বাল্য বন্ধু
ভুলে যাওয়া স্মৃতিগুলো
স্মরন করিয়ে দিচ্ছে।
কোন পাতায় সুখ -
কোন পাতায় দুঃখ -
কোন পাতায় হাসি -
কোন পাতায় কান্না -
কোন পাতায় মান-অভিমানের
ছলছল চোখের দুষ্ট চাহনি
গোলাপী ঠোটের কোনে মিষ্টি হাসির
লুকচুরি জীবন্ত হয়ে ধরা দেয়।
কোন পাতায় গভীর ক্ষত
অসম্ভব যন্ত্রনা,
রোজনামচার পাতাটা নীল হয়ে আছে,
চিৎকার করে বলতে চায়
আমার বুক থেকে ছিড়ে ফেল এই পাতাটা।
কয়টা!
কয়টা পাতা ছিড়ে ফেললে
বন্ধ হবে এই অসহ্য চিৎকার !
হে রোজনামচা,
পাতাগুলো ছিড়ে ফেললে যে
তুমিই বিলিন হয়ে যাবে,
যেমনটি আমি হচ্ছি।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ০৭ ফাল্গুন ১৪২৩ বঙ্গাব্দ, ১৯ ফেব্রুয়ারী ২০১৭ খিষ্টাব্দ, সময় ১০:৪৫ মিনিট।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৬
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
২| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৯
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কোন পাতায় মান-অভিমানের
ছলছল চোখের দুষ্ট চাহনি
গোলাপী ঠোটের কোনে মিষ্টি হাসির
লুকচুরি জীবন্ত হয়ে ধরা দেয়।
ভাল লেগেছে বেশ।শুভ কামনা।
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:০৭
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫
মাহমুদা তাসলিম নিপা বলেছেন: valo legeche