নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
"মৃত্যু"
___ এম, আর, তালুকদার
সেদিন আমার প্রথম মৃত্যু
বাবা যেদিন গেলেন চলে,
পাড়াপড়শি কাঁদলো সবাই
ব্যাথায় পড়লাম ঢলে।
মৃত্যু জ্বালা কেমন হয়
বুঝলাম আমি সেদিন,
যন্ত্রনায় আজও কাঁদি
তারা কেঁদেছিল দু’দিন।
আত্মার মৃত্যু হয়েছিল
দেহ ছিল বেঁচে
শ্রাবনে ওরা এসেছিল
মারতে আমায় পিষে।
এটা ছিল বেঁচে থেকে
দ্বিতীয় মৃত্যুর দিন,
দেহ পিষতে না পারলেও
আচরন ছিল অশালীন।
মারতে আমায় ব্যর্থ হয়ে
বেড়েছিল ওদের জ্বালা,
আমি যেন ওদের কাছে
মস্ত বড় বালা।
অত্যাচারী রাজার খড়গ কৃপান
ভাদ্রে নামলো আমার উপর
বাঁচারপানে ছুটছি আমি
হলাম যাযাবর।
ওরা এবার সুযোগ পেল
সম্পত্তি লুটে নিল
সম্মান আমার করলো হরণ
এটাই তৃত্বীয় মৃত্যুবরন।
আত্মা আগেই মরা
জ্বলে পুড়ে হচ্ছি সারা,
ধরনী কবে ছাড়বো আমি !
ডেকে নাও হে জগৎ স্বামী।
#কাব্য #লেখা সমাপ্তি তারিখ ও সময়ঃ ০৩ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, ১৬ এপ্রিল ২০১৭ খিষ্টাব্দ, সময় দুপুর ০২:০৮ মিনিট স্থান কক্ষ নং ১৩।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৪
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
২| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১:২২
আমানউল্লাহ রাইহান বলেছেন: ভালো লাগলো
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৭:৪৫
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৩| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৮
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কয়েক জায়গায় ছন্দপতন হয়েছে, মাত্রা সংখ্যাও অসমান। আর একটু সময় নিয়ে লিখবেন।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৩
এম আর তালুকদার বলেছেন: জীবন পাতার কাব্যগুলো মনে হয় এমন ত্রুটিপূর্নই হয়। সুপরামর্শের জন্য ধন্যবাদ।
৪| ০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:০৯
কবীর হুমায়ূন বলেছেন: ভালো। তবে কবি ভাই ছন্দটাকে আরো সুন্দর করে ব্যবহার করলে ভালো লাগতো।
০২ রা নভেম্বর, ২০১৭ সকাল ৮:১৫
এম আর তালুকদার বলেছেন: জীবন পাতার কাব্যগুলো মনে হয় এমন ত্রুটিপূর্নই হয়, জীবনটাই ছন্দপতনের মধ্যে চলতেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা নভেম্বর, ২০১৭ রাত ১২:৪২
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল