নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "বেঁচে আছি !?"

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৫



"বেঁচে আছি !?"
___ এম, আর, তালুকদার


মস্তিষ্কে পোকার আক্রমন
অসহ্য যন্ত্রনায় দিকশূন্য
বুকের ভিতরটা ভেঙে যাচ্ছে
অদৃশ্য আঘাতে ক্ষত-বিক্ষত।

শুনেছি মৃত্যু সবাইকে পর করে
আজ আপন খুঁজে পাইনা !
কষ্টের আর্তনাদ শূন্যে ভাসে
কেউ শোনেনা আমার চিৎকার।

স্থির হয়ে গেছে দু'নয়ন,
নোনা জলের ঝরনাও শুকিয়েছে,
স্মৃতিগুলো স্থির হয়েছে,
বিলিন হচ্ছি আমি।

কেউ দেখেনা কেউ শোনেনা
আমার যন্ত্রনাময় চিৎকার,
চারদিকে দেখি ঘন আঁধার,
আমি কি বেঁচে আছি !?





#কাব্য#লেখা সমাপ্তির তারিখ ও সময়ঃ ১১ শ্রাবন ১৪২৪ বঙ্গাব্দ, ২৬ জুলাই ২০১৭, রাত ১:৩৫ মিনিট।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৩

বিলিয়ার রহমান বলেছেন: আছেন তো !!!


আইমিন বেঁচে আরকি!!:)

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৮

এম আর তালুকদার বলেছেন: "বেশ আছি"

২| ২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

তারেক ফাহিম বলেছেন: রাতের লিখাগুলো এত সুন্দর হয় কেন??

কবিতায় ভালো লাগা জানিয়ে গেলাম।

২০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৭

এম আর তালুকদার বলেছেন: ঐ রাতের সেই সময়ের অনুভূতি হয়তো প্রকাশ করতে পারবো না তবুও ঐ রাতের সেই মুহুর্তের লেখাটি প্রকাশ করলাম। ধন্যবাদ আপনাকে।

৩| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: সুন্দর উপস্থাপন !

২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৭

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ

৪| ২০ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

নূর-ই-হাফসা বলেছেন: আপনি বেঁচেই আছেন । সময় গুলো এমনি ।একা থাকার দিনে কেউ পাশে থাকে না । জীবন অসস্তিকর হয়ে উঠে ।
কবিতা ভালো লাগল ।

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৩

এম আর তালুকদার বলেছেন: কবিতাটি পড়ে অনুভব করে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

৫| ২০ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:২৯

জাহিদ অনিক বলেছেন:
চারদিকে দেখি ঘন আঁধার,
আমি কি বেঁচে আছি !?
বেশ বহাল তবিয়তেই বেঁচে আছেন !

২১ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩৬

এম আর তালুকদার বলেছেন: আপনাদের মন্তব্য পেয়ে মনে হচ্ছে বেঁচে আছি, ধন্যবাদ।

৬| ২৩ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:১০

শামচুল হক বলেছেন: কবিতা খুব ভালো লাগল।

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১২:৩২

এম আর তালুকদার বলেছেন: :( :( :(
আমার কষ্টের কথা শুনে আপনার ভাল লাগলো !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.