নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের ০৫ (পাঁচ) টাকার নোট ।

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০১

বাংলা ও উর্দু ভাষায় ১৯৭১ সাল পর্যন্ত প্রকাশিত ৫ টাকার নোট
PAKISTAN
Value : 5 Rupees / Taka
Item Code: 15
Issued by : State Bank of Pakistan
Date: ND(1966-1971)
Front: Mohammed Ali Jinnah
Back: Terraces, Tea
Signature: Shujaat Ali Hasnie




PAKISTAN
Value : 5 Rupees / Taka
Item Code: 15 (1)
Issued by : State Bank of Pakistan
Date: ND(1966-1971)
Front: Mohammed Ali Jinnah
Back: Terraces, Tea
Signature: Mahbubur Rashid





১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ৫ টাকার নোট ইস্যু হয়




পরবর্তীতে ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর এবং ১৯৭৪ সালে “শেখ মুজিবর রহমান” এর ছবি সম্বলিত আরো দু’টি নোট ইস্যু হয়

০১


০২




১৯৭৬ সালের ১১ অক্টোবর “তারা মসজিদ”-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়




১৯৭৮ সালের ২ মে “তারা মসজিদ”-এর পরিবর্তে “কুসুম বাগ মসজিদের মেহরাব”-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়




২০০৬ সালের ৮ অক্টোবর, ১৯৭৮ সালের নোটটি ইস্যু হয়। পার্থক্য হল নোটটিতে ৩মিমি চওড়া নিরাপত্তা সূতা ব্যবহার করা হয়
Front: Water Lilies; Mehrab niche in Kusumbag mosque;
Back: Industrial landscape with sailing boats; Watermark: Head of a Royal Bengal Tiger.
Original Size: 119 x 62 mm
Texts: Bangladesh Bank; Five Taka.




Bangladesh 5 Taka 2011
Item Code: BD-53
Front: Portrait of Bangabandhu Sheikh Mujibur Rahman, Jatiyo Sriti Soudho
Back: Kusumba Mosque (Kushumba Masjid) in Manda Upazila Parishad, Naogaon District. Watermark: Portrait of Sheikh Mujibur Rahman; Bank of Bangladesh logo; Electrotype '5'. Predominant colours: Light-salmon and brown.
Signature: Atiur Rahman (Governor). Date of Issue: 9 August 2011. Printer: Security Printing Press, Bangladesh.




Bangladesh 5 Taka 2017
Front: Portrait of Bangabandhu Sheikh Mujibur Rahman, Jatiyo Sriti Soudho
Back: Kusumba Mosque (Kushumba Masjid) in Manda Upazila Parishad, Naogaon District. Watermark: Portrait of Sheikh Mujibur Rahman; Bank of Bangladesh logo; Electrotype '5'. Predominant
Signature: Mahbub Ahmed. Date of Issue: 05 January 2017


২০১৫ সালের শেষ দিকে বাংলাদেশ কয়েনেজ আইন সংশোধন করে ৫ টাকাকে সরকারি মুদ্রা করা হয়। এর আগে প্রচলিত ১ ও ২ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা সরকারি মুদ্রা হিসেবে প্রচলিত ছিল। আর ব্যাংক নোট ছিল ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট; এগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই করা হতো।

২০১৫ সালের নভেম্বরে বাংলাদেশ কয়েনেজ আইন সংশোধন করে ১ ও ২ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রার পাশাপাশি ৫ টাকা মূল্যমানের নোট এবং ধাতব মুদ্রাকে সরকারি মুদ্রা হিসেবে করা হয়। ফলে ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার মুদ্রায় অর্থ সচিবের সই থাকবে।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার, ভালোলাগা জানিয়ে গেলাম।

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সর্বশেষ এবছরের প্রথম দিকে অর্থাৎ ০৫ জানুয়ারি বৃহস্পতিবার ২০১৭ ইং তারিখে
নওগাঁএর কুসু্ম্বা মসজিদের ছবিসম্বলিত জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে
হালকা বেগুনি আভার ৫ টাকার নতুন নোট বাজারে ছাড়ে সরকার। নতুন এ নোটে
‘বাংলাদেশ ব্যাংক এবং ‘চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে’
এই কথাগুলো উল্লেখ নেই। শুধু ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’উল্লেখ আছে।
এতদিন মুদ্রাবাজারে শুধুমাত্র ২ টাকার নোট ইস্যুর
ক্ষমতা সরকারের ছিল।

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৪

এম আর তালুকদার বলেছেন: নওগাঁ এর কুসু্ম্বা মসজিদের ছবিসম্বলিত জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে
হালকা বেগুনি আভার ৫ টাকার নতুন নোট ২০১৬ সালে বাজারে ছাড়ে সরকার।

এতদিন মুদ্রাবাজারে শুধুমাত্র ১ ও ২ টাকার নোট ইস্যুর ক্ষমতা সরকারের ছিল।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: সবগুলো পাঁচ টাকার নোটই আমার দেখার সৌভাগ্য হয়েছে। ধন্যবাদ পুরানো টাকার ছবিগুলো তুলে ধরায়।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৪

এম আর তালুকদার বলেছেন: নতুন প্রজন্মকে দেখাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনার মত একজন পুরনো স্বাক্ষী পেয়ে ধন্য হলাম। ধন্যবাদ আপনাকে।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেনঃ হালকা বেগুনি আভার ৫ টাকার নতুন নোট ২০১৬ সালে বাজারে ছাড়ে সরকার।
সনটি ভুল লিখেছেন, আমার মন্তব্যে এটা ২০১৭ সাল উল্লেখ করা আছে। ভুলটি সংশোধন করে নিবেন অনুগ্রহ করে।

প্রামানিক ভাইঃ আমাদের সৌভাগ্যই ছিলো, অনেক কিছুর স্বাক্ষী আমরা

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:১৯

এম আর তালুকদার বলেছেন: ভাই আমি একটু পরিষ্কার হতে চাই, অনুগ্রহ করে একটু দেখুন নোটটির গায়ে ২০১৬ লেখা আছে। আপনার মূল্যবান সিদ্ধান্তের অপেক্ষা করছি।

৫| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০২

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:৪৫

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ, পুরনো নোটগুলি শেয়ার করার জন্য। আপনার কল্যাণে আগের নোটগুলো দেখতে পেলাম। হয়তো কোন দিনই দেখা হতো না। আরেকবার ধন্যবাদ।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৩

এম আর তালুকদার বলেছেন: নতুন প্রজন্মকে দেখাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ আপনাকে।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:০৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: বহুত টাকা। =p~ !:#P :D

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১২

এম আর তালুকদার বলেছেন: আপনার কাছে টাকা গণনার যন্ত্র হবে ! =p~ !:#P :D

৮| ২৮ শে নভেম্বর, ২০১৭ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধনবাদ লেখকঃ আপনার সিদ্ধান্ত জানতে চাওয়ার জন্য। নিম্মে আপনার অবগতির জন্য জানাচ্ছি, ০৫ জানুয়ারি বৃহস্পতিবার ২০১৭ ইং তারিখে নওগাঁএর কুসু্ম্বা মসজিদের ছবিসম্বলিত জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদের স্বাক্ষরে হালকা বেগুনি আভার ৫ টাকার নতুন নোট বাজারে ছাড়ে সরকার। আসা করি আপনার ভ্রম সংশোধন হয়েছে।

২৮ শে নভেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

এম আর তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আমি এখই শুধরে দিচ্ছি।

৯| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ লেখক আপনার নমনীয় মনোভাবের জন্য।
নোটটি ছাপা হয়েছিলো ২০১৬ সালের যে কোন সময়
কিন্ত আকিকা দিয়ে তার প্রকাশ করা হয় ২০১৭ সালের
০৫ জানুয়ারি।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২২

এম আর তালুকদার বলেছেন: আমাকে ভুল বুঝবেন না। আমি আলোচনায় বিশ্বাসী তাই আলোচনার মাধ্যমে আমার ভুল শুধরে নিতে চেয়েছিলাম। আমার ভুল শুধরে দেয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

১০| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১৫

কালীদাস বলেছেন: ৭৬ থেকে ২০১১ এর সবগুলো দেখেছি। ২০১৬এরটা এখনও দেখিনি, তবে পোস্টের ছবিতে ২০১১ এর টার চেয়ে অনেক সুন্দর লাগছে রংটা।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

এম আর তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ।

১১| ২৮ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

মানিজার বলেছেন: আপনে মুদ্রা সিরিজ স্টার্ট করলেন নাকি ।

ভালু ।

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৭

এম আর তালুকদার বলেছেন: নতুন প্রজন্মকে দেখাতে আমার এই ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.