নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "মঙ্গলা"

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৪



"মঙ্গলা"
___ এম, আর, তালুকদার

চারদিকে নদী ঘেরা
সবুজ শ্যামল দ্বীপ
সুন্দরী বাংলা রমনীর
কপালের সবুজ টিপ।

নাম তোমার মঙ্গলা
মঙ্গল হোক তোমার
রুপে গুনে ধন্য তুমি
সময় হয়েছে যাবার।

খালি হাতে এসেছিলাম
ভরে দিয়েছ ফুলে
কখনো পারবোনা আমি
তোমাদের যেতে ভুলে।

অদৃশ্য মায়ার জালে
জড়িয়ে ফেলেছ আমায়
যেতে নাহি মন চায়
দাও আমায় বিদায়।

ভালবাসা দিয়েছ অনেক
কৃতজ্ঞ তোমাদের কাছে
আবার আসিব ফিরে
থাকি যদি বেঁচে।






#কাব্য#লেখা সমাপ্তির তারিখ, সময় ও স্থানঃ ২২ জৈষ্ঠ ১৪২৪, ০৫ জুন ২০১৭, সকাল ৫:৩৮ মিনিট, হোটেল বন্দর আবাসিক (কক্ষ নং ১১), মোংলা।





মোংলার পূর্বের নাম মঙ্গলা। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে গিয়েছিলাম। দীর্ঘ দিন ছিলাম ওখানে। ওখানে একটি পরিবার ও উপরের ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তাদের কাছে আমি অনেকটা ঋণী তবে কৃতজ্ঞ তাদের প্রতি, আল্লাহ যেন কখনো তাদের জন্য কিছু করার সুযোগ দেন। ওখানে একটা বন্ধুও জুটে ছিল আমার, ভাল থাকিস বন্ধু।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

শাহিন বিন রফিক বলেছেন: আমার পাশের এলাকা, খুব সুন্দর ছড়া।
খুব ভাল হয়েছে।
নতুন এলাম কি মন্তব্য করব ভাল বুঝতেছি না।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৫

এম আর তালুকদার বলেছেন: আপনার এলাকার নাম বলা যাবে !
নতুন এসেছেন শুনে ভাল লাগলো, আপনার কাছ থেকে অনেক ভাল ভাল পোষ্টের অপেক্ষায় রইলাম। শুভ কামনা রইলো।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০২

শাহিন বিন রফিক বলেছেন: কয়রা উপজেলা। একটু দূরে!!

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

এম আর তালুকদার বলেছেন: হুম, তবে খুব বেশিও দুরে নয়। ধন্যবাদ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৫

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: কপালের উপর চন্দ্র বিন্দু হবে না

ভাল । আরো লিখুন

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

এম আর তালুকদার বলেছেন: সেখান থেকে চলে আসার দিনের একটা কবিতা আছে অন্য একদিন লিখবো।ধন্যবাদ।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১০

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:১৪

বিজন রয় বলেছেন: মংলা'র সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।
মংলার অপর পাড় হলদিবুনিয়ায় আমার এক বন্ধুর বাড়ি।

আপনার স্মৃতিমাখা কবিতায় +++++।

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২০

এম আর তালুকদার বলেছেন: আপনার স্মৃতিগুলোও আমাদের সাথে ভাগ করে নিন। অসাধারন একটা যায়গা, বর্ননা দিয়ে ভাল লাগা শেষ করা যাবে না।

৭| ৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২৯

তারেক ফাহিম বলেছেন: চমৎকার কবিতা

৩০ শে নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩২

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:০৬

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ভাই। +

০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৭

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.