নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
"হাহাকার"
___এম, আর, তালুকদার
পঁচে গেছে !
রাস্তার ধুলা আজ পঁচে গেছে।
পঁচবে নাহ !!
রাজপথে শকুনের বাস
ওরা জ্যান্ত ছিরে খায়,
কেউ প্রতিবাদে উড়ায়না রাস্তার ধুলা।
ফুরিয়ে গেছে।।
তরুনের রক্তের তেজ
আজ ফুরিয়ে গেছে,
মিছে সুকান্তের সেই আঠারোর কথা।
অদৃশ্যের মাঝে আজ হারিয়ে গেছে
ঘুনেধরা এই তরুন সমাজ।
ভুলে গেছে,
পলাশীর আম্রকাননের কথা।
তিতুমীর, ক্ষুদিরামকে ভুলে গেছে।
ভুলেছে বাহান্ন, বাষট্টি, ছিষট্টি
উনসত্তর, একাত্তরের সেই শপথ,
প্রতিবাদ আজ দায়সারা।
আজও থামেনি,
মা-বোনের ক্রন্দন।
ক্ষমতার তীব্র আস্ফালনে
সবলের আঘাতে দূর্বলের চিৎকার।
কাঁদে সীমান্তের কাটাতার,
কাঁদে নিরাপত্তা বেস্টনীর ভিতরের রাজপথ।
আর কত !?
কত বাবার বুক খালি হলে পাব স্বাধীনতা !
কত চলবে !?
অবিচার, অত্যাচার !
চল্লিশ অতিক্রান্ত পূর্নবয়স্ক আজ বাংলাদেশ,
আর কত হলে পাব স্বাধীনতা !!
#কাব্য#লেখার তারিখ, সময় ও স্থানঃ ২৪ মার্চ ২০১৬, বেলা ১১:৪০ মিনিট, বাংলাদেশ ব্যাংকের পিছনে মতিঝিল অফিসে বসে কাজের ফাঁকে লেখা।
১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:১৯
এম আর তালুকদার বলেছেন: আসুন আমরা সবাই মিলে অর্জিত স্বাধীনতা রক্ষা ও স্বাধীনতার সুফল ভোগ করার জন্য তরুনদের আবার জাগিয়ে তুলি।
২| ১১ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: ভালো হয়েছে।
১২ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:০৮
সৈয়দ ইসলাম বলেছেন:
প্রত্যেকেই এখন তরুণদের নিজ নিজ কাজে ব্যবহার করে চলেছে। বাকি যারা অব্যবহৃত তারা ফেসবোক বা বান্ধবী নিয়স ঘুটঘুট করে মরে চলেছে।