নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
আপনজনার খোঁজে
______এম, আর, তালুকদার
আপনজনারে খুঁজিয়া আমি
হইলাম দিশেহারা,
খুঁজিতে খুঁজিতে নাহি পাইলাম
জানের হইল সারা।
অনেক খুঁজিয়া ছায়ার মতন
পেয়েছিনু একজন,
আপন হইবার অনেক চেষ্টা
বৃথা হইল, হইলনা আপন।
জীবনটাকে বাধিতে চাইলাম
তাহার জীবনের সাথে,
সকল কল্প হইল সল্প
আঁধার কাটিয়া প্রভাত আসার সাথে।
কল্প অতি মধুর বটে
যদি তাহা বাস্তবে ঘটে,
না হইলে তিক্ত অতি
পাল্টাইয়া যায় জীবনের গতি।
আপনজন দুর্লভ অতি
সবাই খোজে সুযোগ প্রীতি,
জন খুজিয়া, মন বুঝিয়া
ভালবেসে তারে রাখিও বাধিয়া।
#কাব্য#লেখার তারিখ ও সময়ঃ ০১ জুন ২০১৪, রাত ১০:৪৫মি.
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৪
এম আর তালুকদার বলেছেন: খুঁজতে খুঁজতে আজ আমি ক্লান্ত
মনটা মৃত প্রায় দেহ আছে জীবন্ত
প্রানপাখিটা উড়ে গেলেই
হব চির শান্ত।
২| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২১
শাহিন বিন রফিক বলেছেন:
তিন বছর আগের কবিতা!! ভাই, তাহলে আপনার ভান্ডারে নিশ্চই আরো অনেক কবিতা জমে আছে?
আপনার এই কবিতাখানি মাশাল্লাহ অনেক সুন্দর হইছে।
২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২৭
এম আর তালুকদার বলেছেন: তেমন বেশি কাব্য লিখিনি, মাঝেমধ্যে একটু আধটু লিখি। কবিতার তারিখটা খেয়াল করে মন্তব্য করেছেন তারমানে ভালই মনযোগ দিয়ে পড়েছেন। অসংখ্য ধন্যবাদ।
৩| ২৭ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: এমন মিষ্টি খোঁজা যেন মেলেনা সহজে,
পাঠককুূল ধন্য হবে, নামেলার তরে।
আপনি এগিয়ে চলুন।আমরা সঙ্গে আছি।
২৭ শে মার্চ, ২০১৮ দুপুর ২:০২
এম আর তালুকদার বলেছেন: খুঁজে খুঁজে আজ ক্লান্ত। এই কবিতার পরের কবিতা ছিল “সুখে থেকো”। আমার বেশিরভাগ কাব্যের মধ্যেই আমি লুকিয়ে থাকি তাই তো "কাব্যের মাঝে" কাবতাটি লিখেছিলাম। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
৪| ২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: সুখে থেকো পড়ে ভাল লাগলো।মন্তব্য দিয়েছি। আর কাব্যের মাঝে পরে পড়বো । এখন বাস থেকে নামতে হবে।
ধন্যবাদ,শুভেচ্ছা রইল।
২৭ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২১
এম আর তালুকদার বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মার্চ, ২০১৮ রাত ১:২০
নূর-ই-হাফসা বলেছেন: কবির খোঁজা সার্থক হোক ।
কথা গুলো সুন্দর । বেশ ভালো লাগলো