নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
"রঙ"
__এম, আর, তালুকদার
রঙিন এই ধরার বুকে
ফোটে রঙিন ফুল,
সেই ফুলেরই সুবাসেতে
থাকি মশগুল।
রঙিন ফুলের রঙ মেখে
রঙিন করি আখিঁ ,
দম ফুরালে রঙ ফুরাবে,
উড়ে যাবে পাখি।
রঙের নেশায় বিভোর হয়ে
রঙ্গমঞ্চে নাচি।
নৃত্য ছন্দে মন আনন্দে
সবই ভুলে গেছি-
কত সময় পার করিলাম
কত সময় আছি?
২০১৪ সালে লিখেছিলাম, ডাইরিটা কাছে নেই তাই কাব্য লেখার প্রকৃত দিন তারিখ সময় উল্লেখ করতে পারলাম না।
০৮ ই মে, ২০১৮ রাত ৯:২৫
এম আর তালুকদার বলেছেন: আপনি কি কাব্যের সারমর্ম বুঝে মন্তব্য করেছেন নাকি পড়েই মন্তব্য করেছেন তাই বুঝতে পারিনি। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৪১
চাঁদগাজী বলেছেন:
আমি ১ বার পড়লে পুরোটা বুঝি না; সুন্দর ছবি দেখলে, লেখায় কি আছে মনে থাকে না।
০৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৩
এম আর তালুকদার বলেছেন: দ্বিতীয়বার পড়ার জন্য ধন্যবাদ।
৩| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:৪৮
সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা।
০৮ ই মে, ২০১৮ রাত ১০:৩৩
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৪| ০৮ ই মে, ২০১৮ রাত ১০:৫৬
প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ
০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৪
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৫| ০৯ ই মে, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: সুন্দর।
০৯ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৫
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৮ রাত ৯:১১
চাঁদগাজী বলেছেন:
ছবি দিয়েছেন, ভালো হয়েছে; তার সাথে, দম ফুরানোর কথা ইত্যাদি নিয়ে ২০১৪ সালের পুরান কথামালা কেন?