নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "অচিনপুর"

২৭ শে আগস্ট, ২০১৮ রাত ২:২০



"অচিনপুর"
____এম, আর, তালুকদার


ধরার বুকে থাকার লাগি
আদমেরা ছোটে,
আমি শুধু প্রহরগুনি
মরন কখন ঘটে।

জীবন নামক ব্যাথার রেখা
পরেছে মোর ভালে,
আশায় বসে আছি আমি
মরিব কোন কালে !?

দাদার শোকে ছিলাম কাতর-
পিতৃ শোকে হলাম পাথর,
নানা আমায় একলা ফেলে
গেল মাটির ঘরে।

বাবা-দাদা-নানা,
সবাই অচিনপুরে।
সর-সর, থাকব না,
যাব তাদের ধারে।

চারিপাশে আপন বলে
কেহ আমার নাই,
মনের কোনে প্রশ্ন জাগে
এমন কেন সাঁই?

আপন বলে যাকে আমি
বুকে চেপে ধরি,
ব্যাথার সিন্ধু ফেলে রেখে
পাশে যায় সরি।

ব্যাথায়- ব্যাথায় পিঞ্জিরা মোর
কালা হয়ে গেছে,
সর-সর,ক্ষনিকের তরে
শান্তনা সব মিছে ।

ব্যাথা নিয়ে কত পথ
দিতে হবে পারি-
কত পথ দিলে পারি,
পাব সুখের বাড়ি!?

ধরার বুকে সুখের খোঁজে
আমি ভবঘুরে-
সব ফেলে আজ পারি দেব
ঐ সেই অচিনপুরে।


#কাব্য#লেখার তারিখ, সময় ও স্থানঃ ২০১৪ সালের ডিসেম্বর মাসে মহিশকাটা নামক জায়গায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থানকালে গভীর রাতে লিখেছিলাম। নিজের কথাগুলোই পল্লী কবি জসিম উদ্দিনের কবর কবিতার মত করেই বেরিয়ে এল মনের গহীন থেকে ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৮

মনের রঙিন স্বপ্নগুলো বলেছেন: দারুন অন্তমিল

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ ।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৬

বিজন রয় বলেছেন: ভাল হয়েছে, এবার নিজের মন থেকেই একটি লিখুন।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৩

এম আর তালুকদার বলেছেন: নিজের মন থেকেই তো লিখেছিলাম …

মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫৪

এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাই।

৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০০

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

+

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৩

এম আর তালুকদার বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.