নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বেদুঈন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনা চিৎকার, বুকের ব্যাথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি ধিক্কার। এক মুঠো সুখের সন্ধানে ঘুরে বেড়াই অবিরত…

এম আর তালুকদার

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

এম আর তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা, "সুখ-দুঃখের বণিক"

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১২

"সুখ-দুঃখের বণিক"
____এম, আর, তালুকদার


একলা আছি, একলা বাঁচি
তবু আমি ভালোই আছি
ঠোঁটের কোনে একটু হাসি
সুখ আমার রাশি রাশি।

সবার যত দুঃখ আছে
দাও আমার ঝোলায় গুজে
সুখ নাও যত লাগে
দুঃখ আমায় দাও আগে।

সুখের এখন আকাল চলে
সুখ কি গাছে ফলে !
তাইতো আমি দুঃখ কিনি
দুঃখের মাঝেই সুখকে চিনি।

আলো দামী আঁধারের লাগি
কয়লার চেয়ে হীরক দামী
তাহার চেয়েও অধিক দামী
মনের মাঝে সুখ ।

সুখ- দুঃখের বনিক আমি
সুখ বেচে দুঃখ কিনি
সব দেখার মালিক যিনি
আমায় যেন দেখেন তিনি।




#কাব্য#লেখার তারিখ ও সময়ঃ ১৮ আগষ্ট ২০১৮ , রাত ০১:২২ মি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৬

চাঙ্কু বলেছেন: ২ কেজি সুখ আর ১ কেজি দুঃখ দেন!! :-*

২৭ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫২

এম আর তালুকদার বলেছেন: সুখের এখন আকাল চলে
সুখ কি গাছে ফলে !
তাইতো আমি দুঃখ কিনি
দুঃখের মাঝেই সুখকে চিনি।

চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২৭ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

বাকপ্রবাস বলেছেন: ভাল। তবে একটু গন্তব্যহীন যাত্রার মতো মনে হল। সুখ চাই নাকি দুঃখ চাই কোন চাই সেটা নিয়ে দ্বিধা ছিল।

৩| ২৭ শে আগস্ট, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.