নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
কবে পাব স্বাধীনতা !?
__________এম, আর, তালুকদার
আম্রকাননে হয়েছিল নবাবের পতন
আম্রকাননে হয়েছিল মন্ত্রীসভা গঠন।
পলাশীতে হেরে বৈদ্যনাথতলায় জয়
বাঙালী কি স্বাধীনতার সুখ পায় ?
দুই'শ বছর ব্রিটিশ বেনিয়া
দুই যুগ ছিল হানাদার
আটচল্লিশ বছর স্বাধীনতা খুঁজি
স্বাধীনতা আর কতদূর ?
বাকশাল, স্বৈরাচার, স্বেচ্ছাচারিতা,
শাষন-শোষন ক্ষমতার যাতা,
মুখ বুঝে সব সহ্য কর
বলা যাবেনা কথা।
প্রানের বিনিময়ে স্বাধীনতা কিনেছি,
আজো প্রান, সম্ভ্রম দেয়ার কথা !?
স্বাধীন দেশে আর কত কি হলে
কবে পাব স্বাধীনতা !?
#কাব্য#লেখার তারিখ,সময় ও স্থানঃ ০৮ জানুয়ারী ২০১৯, দুপুর ০১:৩৮ মিনিট, মিরপুর।
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১২
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ
৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৩
মোঃ মঈনুদ্দিন বলেছেন: খুব ভালো কবিতা। কবিতা আর বিষয় বস্তুতে প্লাস।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১৪
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
সবজি মামা বলেছেন: এ দেশে আদৌ স্বাধীনতা পাওয়া সম্ভব কিনা বলা মুশকিল। তবে ভালো কর্ম করলে স্রষ্টার হুকুম অনুযায়ী চললে হয়তো পরপারে স্বাধীনতা পাওয়া যেতেও পারে। এম. আর. তালুকদার ভাইকে কবিতার জন্য ধন্যবাদ !