নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
"লক্ষ্যে ছুটেচলা"
এম, আর, তালুকদার।
………………………………………………....
হারিয়েছি ঘর আপন হয়েছে পর
রুদ্ধ হয়েছে বহু দ্বাড়,
চলি আমি একা
পাইনা বন্ধুর দেখা
তবুও নাহি মনে ভার।
কত পথ হেটেছি কত ক্রস ছুটেছি
করতে চেয়েছি লক্ষ্য জয়,
বহুবার হেরেছি, মাটিতে লুটিয়ে পড়েছি
পেয়েছি কতনা ভয়!
তব আশা ছাড়িনি, পেছনপানে ঘুরিনি
বরণ করিনি পরাজয়।
নেমেছে ঘন তিমির
বুকে বিঁধেছে তীর
বাকি অনেক পথ,
নিয়েছি জয়ের শপথ ফিরিবে সুপ্রভাত
নিচু করিনি তব শির।
#কাব্য লেখার তারিখ, সময়ঃ ১৪/০৬/২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার, রাত ১১ঃ৫৪ মিনিট।
(বিদ্যুৎ বিভ্রাটে মোম বাতির আলোয় লেখা শেষ করতেই বিদ্যুতের আগমন)
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৫
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
২| ১৯ শে জুন, ২০২২ রাত ৯:৩৩
সোনাগাজী বলেছেন:
শেষ লাইন কি ঠিক আছে?
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৯
এম আর তালুকদার বলেছেন: আমার যেমনটি মনে হয়েছে তাই লিখেছি , ভুলত্রুটি এবার পাঠকই নির্নয় করুক।
৩| ২০ শে জুন, ২০২২ রাত ১:৩৭
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৯
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
৪| ২০ শে জুন, ২০২২ সকাল ১০:০৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: লিখতে থাকুন।
০৪ ঠা জুলাই, ২০২২ দুপুর ২:৪৯
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে জুন, ২০২২ রাত ৮:৫৬
লেখার খাতা বলেছেন: নেমেছে ঘন তিমির
বুকে বিঁধেছে তীর।
নিয়েছি জয়ের শপথ!!