নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন প্রবন্ধ, কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মামাদের গুণকীর্তন
_____ এম, আর, তালুকদার।
আমার আছে অনেক মামা
গুণী এক একজন,
তাদের কথা বলবো এখন
করবো গুণকীর্তন।
আমার মামার ক্ষমতা আছে
বুকে মারেন গুলি,
তার বিরোধী অন্য মামার
মুখে অনেক বুলি।
পুলিশ মামারা প্রস্তুত আছেন
নিরাপত্তা দিতে,
কেউবা আবার তাদের দেখে
কেঁপে ওঠে বিনা শীতে।
নিরাপত্তা দিতে আমাদের
এমন প্রস্তুত তারা,
কখনওবা ভুল বসত মোদের
বুকে পরে পারা।
আহত হয়ে যাই যখন
ডাক্তার মামার কাছে,
গিয়ে দেখি সিরিয়ালে আমি
মাত্র একশো পাঁচে।
মামার সহকারীর কাছে গিয়ে
হাতে রাখলাম হাত,
কয়েক মিনিট যেতেই দেখি
সিরিয়াল আমার সাত।
দ্রুত তাহার দর্শন পেয়ে
তুষ্ট, রুষ্ট হলাম আমি
এ কোন চামার, কসাই
কোথায় এলাম স্বামী!
হাসপাতাল একটা গড়বো আমি
হতে হবে ধনী,
কিছু লোক এসে বললো আমায়
ধনীর মন্ত্র জানি।
পাঁচ-সাত হাজার দাওগো মামা
কোটি টাকা দেবো,
কিছু দিন বাদে কোটি কোটি নিয়ে
উধাও হয়ে যাবো।
রাগে ক্ষোভে জানাতে গেলাম
মামাদের মন্ত্রণালয়,
একি বিপদ, কেন এলাম!
পড়লাম যন্ত্রনায়।
জনগণের চাকর যেন
এখন আমার প্রভু,
কান ধরেছি, ভুল করেও আর
এদিকে আসবনা কভু।
মামাদের জানাতে হবে ধরলাম মিডিয়া
আমার কথা শুনে হলুদেরা গেল চটিয়া,
কেহ আমায় উপদেশ দিল -
কাঁথা মুরি দিয়ে শুয়ে থাকো গিয়ে ঘরে,
কিছু দিন বাদে স্টিমরোলার
পরলো তাদের ঘাড়ে।
এখন শুনি আমার কথাগুলি
তারা বলছে জোরে জোরে।
মানবাধিকার সংস্থাগুলোয় গেলাম জানাতে
গিয়ে দেখি মানবাধিকার লুটায় ধুলাতে।
চোরের জন্য মানবাধিকার সাধুর জন্য নয়
দুর্বলের জন্য নয় মানবাধিকার সবলের জন্য হয়।
অনেক সয়েছি এবার বিচার
চাইবো আদালতে
মামা তোমরা প্রস্তুত হও
মারের জবাব দিতে।
ধূর্ত উকিল আছে মামার
দিয়ে গেছে জবাব,
চিরদিন হেরে যাবো
এটাই মোদের স্বভাব।
প্রস্তুত হও তোমরা মামা
জবাব দিতে হবে,
জানিনা প্রভু মামাদের থেকে
জবাব নেবে কবে !!
২০১৩ সালের অক্টোবর মাসে লিখেছিলাম। দিন তারিখ মনে নেই।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৫
এম আর তালুকদার বলেছেন: ধন্যবাদ। আমি যখন এটা প্রকাশ করছিলাম তখন মনে হচ্ছিল কেউ এগুলো বলবে। আমার ধারণা ভুল হয়নি। এটা ২০১৩ সালের লেখা তখন লেখার সময় খুব একটা ভাবতাম না এখন যতটা ভাবি। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ পড়ে মন্তব্য করার জন্য।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩০
রাজীব নুর বলেছেন: জ্ঞানী গুনীদের গুনকীর্তন করা ভালো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৩:৫৭
এম আর তালুকদার বলেছেন: আমার মামারাও জ্ঞানী গুণী তবে একটু বদ গুণের আধিক্য আছে
©somewhere in net ltd.
১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৪৮
কৌতুহলী বয় বলেছেন: আপনার কবিতার কথা আর মনের ভাব প্রকাশে আমার কথা নেই কিন্তু কবিতার বেলায় পরামর্শ হলো ছন্দ মাত্রা অন্ত্যমিল ঠিক হয়নি। কবিতা লিখলে কবিতার নিয়ম মেনেই লিখা উচিৎ । বাকি লেখা ভালো লেগেছে। চালিয়ে যান