নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলার মত তেমন কোন স্পেশালিটি নেই। তবে একটা জিনিস আছে । তা হল,আমি ভীতু নই। সত্য কথা মাথা তুলে বলতে পারি। তবে এটা স্পেশাল কিছু নয়। তা তো সবারই থাকা উচিত।

কবর পথের যাত্রি

রক্ত,মাংশ আর হাঢ়ের সমন্বয়ে একটা পুতুলের ভিতর ফুকে দেওয়া চলমান হৃদপিন্ড

কবর পথের যাত্রি › বিস্তারিত পোস্টঃ

ভারত কে সিরিজ হারানো প্রসঙ্গে

২২ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

পাকিস্তানকে হারানোর পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করেছিল আনন্দিত বাঙ্গালী। কিন্তু এ কি...?? ভারতের বিপক্ষে এত প্রত্যাশিত একটি জয় ছিনিয়ে নেয়ার পরেও কোন বিজয় মিছিল করা হলনা , কারন সেটা নিষিদ্ধ।প্রতিটা খেলায়ই আমাদের দল জিতুক সেটা আমরা সবাই চাই।কিন্তু ভারতর বিপক্ষে ম্যাচ জিতা শুধুমাত্র খেলায় জিতা নয়, এটি একটি বিশাল চক্রান্তের দাত ভাঙ্গা জবাব এতে কোন সন্দেহ নেই। বিশ্বকাপে বাংলাদেশ দল যে চক্রান্তের স্বিকার হয়েছে তার প্রতিষোধ কবে নিবে সেই আশায় বুকে নিয়ে অপেক্ষামান ছিল সারা বাংলা। আজ যদি বাঙ্গালি কে এই জয়ের মহা উৎসবে কোন বাধার সম্মুখিন করা না হতো তাহলে হয়তো আজকের এই সিরিজ জয়ের উৎসব টা ইতিহাসে মহৌৎসব হয়ে স্বরনীয় হয়ে থাকতো।কিন্তু কেন....??? আমাদের কে কেন বেধে রাখা হয়েছে হাত, পা। কেন আমাদের মুখে তালা দেওয়া হয়েছে...??? কেন আজ আমাদের মাথার মগজ কে ধোলাই করা হচ্ছে....??? এর জবাব হয়ত গোটা জাতি ভাল ভাবেই জানে,কিন্তু কেও বলতে পারে না । কারন মুখে তালা..........। কবে পাব আমরা এই তালা খোলার চাবি

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.