![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত,মাংশ আর হাঢ়ের সমন্বয়ে একটা পুতুলের ভিতর ফুকে দেওয়া চলমান হৃদপিন্ড
““আমার ভালববসা দিবস””
ভালবাসা দিবস খারাপ কিছুনা।সারা পৃথিবী যে ভালবাসা দিবস উদযাপন করে তার বিরুদ্ধে হয়ত ৭০০+কোটি মানুষের বড় এক শিংহ ভাগ তার বিরোধিতা করে।কিন্তু আমি যেভাবে ভালবাসা দিবস উদযাপন করলাম তার বিরুদ্ধে হয়ত পৃথিবীর কোন মানুষ বা আলেম সমাজ কোন ফতোয় দিবেন না।সেটাও ভালবাসার যায়গা থেকেই,বড় কথা এ কাজটাকেও সবাই ভালই বাসে।
ভালবাসা দিবসের এই দিনে ২ জন অসহায় শিশুর মুখে হাসি ফুটানোর চাইতে আর বড় ভালবাসা আমি খুজে পেলাম না।এদের জন্য ২ টা জামা আর ২টা কমলা কিনতে হয়তবা আমার কয় টাকাই বা খরচ হয়েছে।কিন্তু একজন বাম পাজরের বাকা হারের তৈরি, লালসায় মত্ত, ক্ষুধার্থ ললনার পেছনে সারাদিন রিকশা ভারা আর বাইকের তেল তারপর ফাস্টফুডের খরচ আর দাম দিয়ে কেনা গোলাপ আর কিছু গিফটের পেছনে বাবার পকেটের কষ্টের টাকা খরচ করার বিনিময়ে অর্জিত ইবলিসের অট্টহাসি ছাড়া আর কিছুই মিলেনা।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৩
কবর পথের যাত্রি বলেছেন: অবশ্যই....তবে বিষয় টা কিন্তু ভালবাসা..।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬
বিজন রয় বলেছেন: যার যেমন মতামত।
++