![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশপ্রেম কি?
কেউ কি এই কথার সরাসরি কোন উত্তর দিতে পারবে , অথবা এক লাইনে?
আমি অন্তত পারবনা। দেশ প্রেম এর কোন সংজ্ঞা আমার জানা নাই। কাউকে কোন দিন এই প্রশ্ন জিজ্ঞেস করবার সৌভাগ্য হয় নাই। অন্য রকম এক অনুভূতি। প্রেয়সী কষ্ট দিলে আমাদের মন খারাপ হয় ,আমরা কাঁদি। দেশের কষ্ট হলে ও আমরা কাঁদি। তাহলে কি দেশপ্রেম আর প্রেয়সীর ভালবাসার মাঝে কোন পার্থক্য আছে? মা কাঁদলে আমরা কাঁদি, দেশপ্রেম কি মায়ের জন্য কান্নার চাইতে বড়?
দেশের কোন গান শুনলে আপনা আপনি গায়ের লোম দাঁড়িয়ে যায়। দেশের বিরুদ্ধে কেউ কোন কথা বললে কিছু করতে পারি আর না পারি ছোট একটা গালি হলেও মুখ থেকে বের হয়ে যায়। দেশের পতাকা দেখলে মনে হয় একটা পতাকা কিনে গায়ে জড়িয়ে রাখি। কোথাও পতাকার অসম্মান করছে দেখলেই মনের অজানতে মাথা গরম হয়ে যায়। আমারা প্রায় একটা কথা শুনি “আমরা বাঙালি, আমাদের দিয়ে কিছু হবে না”, কেউ বুকে হাত দিয়ে কি বলতে পারবো যে এটা আমাদের মনের কথা? ঐ কথা বলি আমরা মনের কষ্ট থেকে। কারন আমাদেশের কোথাও অবমূল্যায়ন হবে আমরা কেউ এটা মানতে পারি না।আমার কাছে অন্তত দেশপ্রেম প্রেয়সীর ভালবাসার অথবা মায়ের চোখের পানি থেকে বড়।
বাবা মুক্তিযোদ্ধা , তার পাশে বসে মাঝে মাঝে মুক্তিযুদ্ধের গল্প শুনি। তার কাছ থেকে আমার শোনা শ্রেষ্ঠ গল্প তার মুক্তিযুদ্ধের যাবার সাময়ের গল্প।
//৪০ বছর আগে আমার বাবা যখন মুক্তিযুদ্ধে রওনা দিচ্ছিলো তখন আমার দাদা বাবা কে বলেছিলো "বাবা তুমি যুদ্ধে যাচ্ছো আমি আটকাবো না শুধু একটা কথা বলি কখনো যুদ্ধবন্দি হবেনা॥ যদি যুদ্ধ বন্দি হও নিজের পিস্তল দিয়ে আত্নহত্যা করো॥" //
অনেকে বলে নতুন প্রজন্মের দেশপ্রেম নাই। আমি পুরোপুরি এই বিষয়টার সাথে দ্বীমত পোষণ করি। মুহম্মদ জাফর ইকবাল স্যার তার একটি বক্তিতায় বলেছেন “দেশের লাখ লাখ তরুণ মুক্তিযুদ্ধকে ভালোবাসে- এ কথা প্রমাণিত হয়েছে উল্লেখ করে মুহম্মদ জাফর ইকবাল আরও বলেন, আগে মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করতে হবে। তারপর যে কোনো তথ্য আসলে তা ফিল্টার হয়ে আসবে। মুক্তিযুদ্ধকে ধারণ করলে সব সত্যি অনুধাবন করতে হবে।
তিনি আরও বলেন, ইয়াং জেনারেশনের মধ্যে হাংকি-পাংকি নাই। তারা জানে, বোঝে। ইয়াং জেনারেশন কোনো বিষয়ে অভিযোগ করে না। এরা কাজ শুরু করে দেয়।
একাত্তর সালে ইয়ং জেনারেশন যুদ্ধ করেছিলো বলেই স্বাধীনতা এসেছিলো
চলবে............
©somewhere in net ltd.