![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছু দেখে থমকে যাই... পরে চিত্কার করে উঠলে ওরা আমার মুখ বন্ধ করে দেয়...
একটি ছবি। ছবিতে একটি বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে। মেয়েটির নাম এমিনে শাহীন বয়স ২১ বছর। কালো বোরকায় ঢাকা পুরো শরীর শুধু চোখ দুটি দেখা যায়। একজন মহিলা পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে।
ছবিটি তুরস্কের পশ্চিম অঞ্চলীয় এদিরনে শহর থেকে তোলা। মেয়েটির অপরাধ সে তুরস্কের প্রথম প্রেসিডেন্ট এবং আধুনিক তুর্কির জন্মদাতা মোস্তফা কামাল আতাতুর্ককে অপমান করেছে।
১০ নভেম্বর আতাতুর্কের মৃত্যু দিবস। আজ থেকে ৮০ বছর আগে ১৯৩৮ সালের ১০ নভেম্বর সকাল ৯টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন তুর্কির এই রাষ্ট্রনায়ক। তার মৃত্যুর স্মরণে সারা দেশে ১০ নভেম্বর সকাল ৯টা বেজে ৫ মিনিটের সময় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বাসায় অফিসে বাসে মেট্রোতে ট্রেনে নৌকায় জাহাজে যে খানে যে অবস্থায় যে কাজেই থাকুক না কেন সব কিছু বন্ধকরে দিয়ে দাঁড়িয়ে পরে তাদের জাতির পিতার সম্মানে।
তুর্কির প্রথম বহুদলীয় নির্বাচনে আতাতুর্ক এবং ধর্মনিরপেক্ষতা পরিপন্থী দল ডেমোক্রাট পার্টি ক্ষমতায় আসে ১৯৫০ সালে। ১৯৫১ সালের ৩১ জুলাই ডেমোক্র্যাট পার্টি লিডার আদনান মেনদেরেস নির্দেশে প্রথম আতাতুর্ক সুরক্ষা আইন নাম একটি আইন সরকারি গেজেট আকারে প্রকাশ করা হয়।
এই আইনের মাধ্যমে আতাতুর্কের স্মৃতির অপমান বা অসদাচরণকে অপরাধ বলে গণ্য করা হয়।
আইনে বলা হয়, কেউ আতাতুর্কের স্মৃতিগুলোকে প্রকাশ্যে অপমান বা অসদাচরণ করলে তাকে এক থেকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হবে।
আতাতুর্ককের মূর্তি, স্মৃতিসৌধ, অথবা কবরকে যদি কেউ ভেঙে ফেলে বা ধ্বংস করে ফেলে তাহলে তাকে এক থেকে পাঁচ বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়। কোনো ব্যক্তি উপরের অনুচ্ছেদের লিখিত অপরাধের জন্য অন্যদের উৎসাহিত করলে তাকে প্রধান অপরাধী হিসাবে শাস্তি দেয়া হবে।
পত্রপত্রিকার খবরে বলা হয়, এডিরনে প্রদেশের ওই মেয়েটি আতাতুর্কের সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে, 'আতাতুর্ক ঈশ্বর নন। আল্লাহর আইন আছে। আতাতুর্ক এদেশে পশ্চিমা আইন পরবর্তন করেছেন।'
ঘটনার পরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। হাসপাতালে মেডিকেল চেকআপ এর সময় তিনি সাংবাদিকদের বলেন, 'আমি আসলে ওইভাবে বলিনি। আমি বলতে চেয়েছি আমরা শুধু আল্লাহর আইন মেনে কিয়াম করি (নামাজে দাঁড়াই)। অন্য কারো জন্য দাঁড়ানোর নিয়ম নাই ইসলামে নাই। এটা পশ্চিমা আইন।"
এমিনে শাহীনের হয়তো জেল হতে পারে কিন্তু তাকে গ্রেফতারের ঘটনা আতাতুর্কের প্রতি মানুষের মাঝে সম্মান বাড়াবে না বটে।
১০ নভেম্বর সকলের সামনে দাঁড়িয়ে সম্মান জানানোর নিয়ম থাকলেও প্রতি বছরই অনেক মানুষকে হাঁটতে বা গাড়ি চালিয়ে যেতে দেখা যায়। যুবসমাজ বিষয়টা নিয়ে দ্বিধা বিভক্ত। অনেক এর বিরুদ্ধে মুখ খুলে তাদের বিরোক্ততার কথা প্ৰকাশ করে। গত বছর ও ইস্তাম্বুলে অনেকেই যখন দাঁড়িয়ে পড়ল একদল কলেজ পড়ুয়া স্টুডেন্টকে হাটতে দেখা গেছে। এরকম ঘটনা তুরস্কের সব এলাকায় ঘটতে দেখা যায়।
মজার বিষয় হলো আতাতুর্ককে সম্মান দেখানো বা না দেখানো নিয়ে যে বিতর্ক তুর্কিতে অনেক দিন ধরে চলছে তার মূলে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আর ধর্ম নিরপেক্ষদের বিবাদকেই আসল প্রভাবক হিসেবে মনে করা হয়। কিন্তু আইনটি যে প্রণয়ন করছে সেই আদনান মেনদেরেসকে তুর্কির ডানপন্থীরা নিজেদের বীর মনে করে।
আদনান মেনডেরেসকে ১৯৬০ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং ফাঁসি দেয়ার পিছনেও এই ধর্ম নিরপেক্ষ মতবাদীদের দায়ী করা হয়।
বর্তমান প্রেসিডেন্ট এরদোগানও মনে করেন আদান মেনদেরেস তাদের যোগ্য পূর্বপরুষ যিনি তুরস্ককে আতাতুর্কের ধর্ম নিরপেক্ষতাবাদ থেকে কিছুটা হলেও ইসলামী মূল্যবোধে ফিরিয়ে এনেছেন। অথচ সেই আদনান মেনদেরেসই নাকি আতাতুর্ক সুরক্ষা আইন পাস করেন। অথচ তুরস্কের বেশিরভাগ লোকই বিশ্বাস করে যে আইনটি মেনদেরেসের পূর্বের প্রেসিডেন্ট ইসমেত ইনোনু যিনি আতাতুর্কের পার্টির প্রধান তিনিই আইনটি পাস করেছেন।
আর তুরস্কের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীরাও মনে করেন আইনটি আতাতুর্কের পার্টির চাপিয়ে দেয়া একটা বিষয়। অথচ আসল ঘটনা পুরোই ভিন্ন।
আইনের মাধ্যমে কোনো ব্যক্তির সম্মান বাড়ানো সম্ভব না। তবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানকে রক্ষা করতে আইনের দরকার হয়। কিন্তু মানুষের ব্যক্তিস্বাধীনতা এবং চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে নয়।
বি:দ্র: শাহিনকে জেলে নেওয়ার পর থেকেই তুরস্কের বিভিন্ন জায়গায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পক্ষে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। তুর্কীর আদালত গত বুধার তাকে জামিন দেয়।
খবরটি দৈনিক যুগান্তরে প্রকাশ হয়। লিংক->>
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৪৫
চাঁদগাজী বলেছেন:
কামাল আতাটুর্ক সেই ডেশের মানুষের জন্য ঈশ্বর থেকে হাজার গুণ বড়
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৫৪
ইব্রাহীম আই কে বলেছেন: নিজের দেশের কথা কথা যাবেনা যখন, অন্যের কথা বলে আর কি লাভ!
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৮
সুমাইয়া সরোয়ার বলেছেন: আপনাদের মন্তব্যগুলোর জন্য ধন্যবাদ।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ২:০৭
হাসান কালবৈশাখী বলেছেন:
কালো বস্তা দেখতে বিভৎস লাগে।
আর সামান্য রাজনৈতিক ব্যাপার, ঈশ্বরকে টানাটানি কেন?
৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৪
জাতির বোঝা বলেছেন: ইশ্বর তো মানুষেরই মনের সৃষ্টি। তাকে নিয়ে এতো ...
৭| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৬
আর্কিওপটেরিক্স বলেছেন: মহিলা পুরুষ নয় মহিলা পুলিশ হবে
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:০৯
সুমাইয়া সরোয়ার বলেছেন: ধন্যবাদ, ঠিক করে দিয়েছি।
৮| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
অগ্নিবেশ বলেছেন: শিরোনাম হওয়া উচিত ছিল, "একজন মহিলা পুরুষ এবং একটি কালো বস্তা"।
৯| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
রাজীব নুর বলেছেন: কোথাও স্বাধীনতা নেই।
১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
সুমাইয়া সরোয়ার বলেছেন: কথাটি পুরোপুরি না হলেও অনেকাংশেই সত্য।
১০| ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৯
লাল্লু কসাই বলেছেন: বিরাট ভুল হয়া গেইলছে। কামালের মতন পাঁঠার বিচি দিয়া বিগ্রহ বানাইয়া পাঁঠাদের জইন্য টেম্পল বানাইয়া দিলে ভালো হইতো। তাহারা সেখানে আরাধনা করিতে পারিত, চাইকি পুরোহিতও হইতে পারিত।
বনে বনে ঘুরে ঘুরে এঁটোকাঁটা খেয়ে যাহাদের অভ্যাস, ঢাকিয়া রাখা খ্যাদ্যদ্রবে তাহাদের অরুচি হইবে ইহাই স্বাভাবিক ! কথায় আছে, রতনে রতন চেনে , শুয়োরে চেনে কচু।
শিরোনাম হওয়া উচিত ছিল "একজন মহিলা পুরুষ ও সম্ভ্রান্ত মহিলা !"
১১| ১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
আবু তালেব শেখ বলেছেন: এরদোগান অনেক ভুলের সংশোধন করছে এবং করবে মনে হয়
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
নাহিদ০৯ বলেছেন: কিসের কি তুরস্ক। আমরা তুরস্কের থেকেও তো এডভান্স! সেই কবে থেকে আমরা এরকম করে আসছি, মনে হয় তুরস্ক আমাদের দেখেই শিখেছে।