![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালবাসা মানে
ভালবাসা মানে বিজয়ে শক্তি
ভালবাসা বিশ্বাসেই মুক্তি ।
ভালবাসা মানে তোমার মধ্যে আমি ।
ভালবাসা মানে হৃদয়ের পাগলামী ।
ভালবাসা মানে মনে আকুতি ।
ভালবাসা মানে একে অন্যের মধ্যে মিশে যাওয়া ।
ভালবাসা মানে প্রেমিক-প্রেমিকার মান-অভিমানের খেলা ।
ভালবাসা মানে লোকচুরি লোকচুরি খেলা ।
ভালবাসা মানে অশ্রু অশ্রু খেলা ।
ভালবাসা মানে স্বর্গীয় সুখের ছোয়া ।
ভালবাসা মানে প্রজাপ্রতির লাল-নীল ডানা ।
ভালবাসা মানে দুটি মনের দুষ্টমী ।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৯
প্রিয় বলেছেন: আপনার কবিতা অনলাইনে প্রকাশ করতে চাইলে এবং কবি হিসাবে আমাদের সাইটে যোগ দিতে চাইলে, কবি ও কবিতা সাইটে রেজিস্টার করে আপনার কবিতা আপনি প্রকাশ করতে পারেন। পাশাপাশি অন্যান্য কবিদের কবিতা পাঠ এবং মন্তব্য আদান-প্রদানের জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।
কবি ও কবিতার ওয়েবসাইট http://www.kobiokobita.com/
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮
মালেক বিশ্বাস বলেছেন: যেখানে ভালবাসা অন্ধকার সেখানে কষ্ট আর যন্ত্রণার মত অশ্রু জলের ছায়া ছাড়া কিছু নেই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:০৫
শিলা সুলতানা বলেছেন:
পড়ুন