নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একনিষ্ট প্রচেষ্টা সফলতার প্রতিক

মোস্তফা শওকাত ইমরান শাহীন

নিজের ঢোল নিজে পিডাই না

মোস্তফা শওকাত ইমরান শাহীন › বিস্তারিত পোস্টঃ

সাবধান !!
বিকাশ প্রতারক চক্র থেকে । এরা কি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে ??
গোয়েন্দা বিভাগের কেউ থাকলে প্লিজ বিষয়টা দেখুন !

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৭

আমার ছোট ভাইয়ের ফেসবুক ওয়াল থেকেঃ
......
সততার পরিনাম
bKash প্রতারণা সমাচার--
ঘটনার সুত্রঃ
আমার ছোট বোন দুপুরে ১ঃ০৬(১৩ঃ০৬) মিনিটে ০১৭৩৭৭৭৩৩৮৫ এই নাম্বার থেকে ৫০০ টাকা পাঠিয়েছে।একাউন্টে আগের ৮ঃ৬৯ টাকা ছিলো তা মিলে ৫০৮ঃ৬৯ টাকা হয়েছিলো।
মুল ঘটনাঃ
৮ঃ৪৭ মিনিটে ০১৮২৮২৪৬১৯৫ থেকে একটা কল আসলো ভাইয়া আপনার নাম্বার এ দুইবার টাকা পাঠানো হয়েছে ভুল করে ভাই আমি ব্যাবসায়ী মানুষ আমাকে টাকা টা ব্যাক দেন।
আমি প্রথমত মেসেজ পাইনি পরে একটু পরেই ৮ঃ৪৭মিনিটে(২০ঃ৪৭মিনিটে) bKash থেকেই মেসেজ আসলো তাতে ৫১০ টাকা ০১৮২৮২৪৬১৯৫ এই নাম্বার থেকে আমার একাউন্টে যোগ হয়েছে মোট ব্যালান্স ১০১৮ঃ৯৩ টাকা।(স্ক্রীন শটে নাম্বার এবং মেসেজ)
এবার আমি সততার মানষিকতা নিয়ে তাকে ৫০০ টাকা ব্যাক দিয়ে দেখি আমার একাউন্টে ৩ঃ৬৯ টাকা। পরে বিকাশ সেন্টার ১৬২৪৭ নম্বরে কল দিয়ে কথা বলে দেখলাম তারা বললো এটা একটা প্রতারক চক্র। আপনি চাইলে আইন প্রয়োগ কারী সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।
আমার কী তাহলে সততা দেখানোই অপরাধ হলো?
শেষ কথাঃ
আমার একটা প্রশ্ন হলো, আমার একাউন্টে আজ ৫০০ টাকা এসেছে এইটা প্রতারক চক্র কিভাবে জানলো?
সম্ভাব্য উত্তরঃ অবশ্যই দোকানী এর সাথে জড়িত আছে।যে তথ্য দিয়ে প্রতারক কে সহযোগীতা করছে।
পোস্ট টির উদ্দেশ্য হলো সবাই কে সতর্ক করা। আমার নাহয় ৫০০ টাকাই গেছে এটা যদি কোন বড় এমাউন্ট হতো!!!!
আর কী মনের দুঃখে গান শুনি " তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া কি হবে আর কান্দিয়া আ আ আ ""

মন্তব্য ১০ টি রেটিং +৩/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন: সাবধানের মার নাই!!
ভাবিয়া করিও কাজ,
করিয়া ভাবিও না।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: হুম

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সাবধান !! nবিকাশ প্রতারক চক্র থেকে । এরা কি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে ?

তারা বললো এটা একটা প্রতারক চক্র। আপনি চাইলে আইন প্রয়োগ কারী সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।

তারা বলৈই খালাস! তারা কি ঘাস কাটে? তাদের নাম নাম্বার আই্ডি সফটঔ্যযার ব্যবহার করে পাবলিককে প্রতারণা করবে- আবার সাহায্য চাইলৈ পাবলিককেই আইনের কাছৈ যেতে বলবে!

এদের লাইসেন্স বাতি করা হোক। অথবা তারা এরকম অভীযোগে সাথৈ সাথৈ ঐ বিকাশ নাম্বার থৈকে সরাসরি ঐ ব্যক্তিকে আইডেন্টিফাই করে আইনের হাতে সোপর্দ করুক।

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫০

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: : সাবধান !! nবিকাশ প্রতারক চক্র থেকে । এরা কি ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে ?
তারা বললো এটা একটা প্রতারক চক্র। আপনি চাইলে আইন প্রয়োগ কারী সংস্থার সাথে যোগাযোগ করতে পারেন।
তারা বলৈই খালাস! তারা কি ঘাস কাটে? তাদের নাম নাম্বার আই্ডি সফটঔ্যযার ব্যবহার করে পাবলিককে প্রতারণা করবে- আবার সাহায্য চাইলৈ পাবলিককেই আইনের কাছৈ যেতে বলবে!
এদের লাইসেন্স বাতি করা হোক। অথবা তারা এরকম অভীযোগে সাথৈ সাথৈ ঐ বিকাশ নাম্বার থৈকে সরাসরি ঐ ব্যক্তিকে আইডেন্টিফাই করে আইনের হাতে সোপর্দ করুক।
সহমত

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

সাদী ফেরদৌস বলেছেন: এই জন্যই এসব বাল কখনও ব্যাবহার করি নাই ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: ভাল..................

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

ঢাকাবাসী বলেছেন: এইসব বিকাশ ফিকাশ ইউজ না করাই ভাল। আপনেরে কি কুত্তায় কামড়াইসিলো যে ভাল মানেষের মত অচেনা লোকের কথা শুনেই দৌড়ে টাকা ফেরৎ দিতে গেসেন! ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: এইসব বিকাশ ফিকাশ ইউজ না করাই ভাল। আপনেরে কি কুত্তায় কামড়াইসিলো যে ভাল মানেষের মত অচেনা লোকের কথা শুনেই দৌড়ে টাকা ফেরৎ দিতে গেসেন!
...........................
সততা...........

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন: মোবাইলের সিম নম্বর গোপন বা নকলের মাধ্যমে অন্যের ফোন নম্বর ব্যবহার করে সাধারণ গ্রাহকদের ফাঁদে ফেলছে এক শ্রেণির প্রতারক। তারা বিশিষ্ট ব্যক্তি বা প্রশাসনিক কর্মকর্তাদের সিম নম্বর ব্যবহার করছে। আবার কাউকে ফাঁদে ফেলতে সিম নম্বর নকল করে কোনো বিশিষ্ট ব্যক্তিকে হুমকিও দেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তির ভাষায় একে স্পুফিং বা ধোঁকা বলা হয়।

প্রতারণার ক্ষেত্রে তারা ক্লোনিং নামে আরেকটি পদ্ধতিও ব্যবহার করছে। ক্লোনিং হলো— মোবাইল সিম নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তন করে কাউকে কল দেওয়া। এক্ষেত্রে অপারেটর পরিবর্তন করা হলেও কলগ্রহীতার মোবাইল সেটে সেভ করা ব্যক্তির নাম দেখাবে। তবে যদি নম্বরটি সেভ না থাকে তাহলে কলগ্রহীতার কাছে অপরিচিত নম্বর হিসেবে দেখাবে।

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: এটাতো নতুন কিছু না ভাই, এই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে প্রচুর লেখালেখি হয়েছে। টাকা-পয়সার ব্যাপারে সব সময় নিশ্চিত না হয়ে কোন স্টেপ নিতে নেই। আপনি ব্যালান্স চেক না করেই টাকা দিয়ে দিলেন, এধরনের অসাবধানতাই প্রতারকচক্রকে উৎসাহিত করে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.