| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে জমেছে কাল মেঘ ,তাই ময়ূরী ছেড়েছে কেকা,
নৃত্যের তালে মাতিয়ে তুলেছে সাথী নিয়ে , নয় একা।
থামিলে মেঘের গর্জন তার নৃত্য থামিয়া যায়,
ময়ূরীর এই নাচের স্বভাব মানুষেও দেখা যায়।
বসন্ত এলে নানা ডালে ডালে কোকিলেরা ডাকে কুহু,
বসন্ত শেষে সব চুপ চাপ নাই কোথা আহা , উহু।
প্রকৃতির এই নিয়ম তো শুধু জীব জগতেই নয়।
মানব সমাজে এমন দৃশ্য প্রায়শ দেখা যায়।
©somewhere in net ltd.