নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একনিষ্ট প্রচেষ্টা সফলতার প্রতিক

মোস্তফা শওকাত ইমরান শাহীন

নিজের ঢোল নিজে পিডাই না

মোস্তফা শওকাত ইমরান শাহীন › বিস্তারিত পোস্টঃ

জ্বীনের সাথে কিছুক্ষন (শেষপর্ব)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০১

গতদিনের পরঃ
আগেই বলে নেই আমি একা একাই একরুমে মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলাম । নামাজের একাগ্রতা বৃদ্ধির জন্য আগেই লাইট অফ করে দরজা ভীতর থেকে লক করে রেখেছি । যাতে কেউর উপস্থিতিতে একাগ্রতা ও মনোযোগ নষ্ট না হয় ।
নামাজ শেষ করে নির্দিষ্ট দোয়াটি ৭ বার পাঠ শেষ করে মুনাজাত শুরু করলাম । পূর্ণ আবেগ নিয়ে চোখের পানি ফেলে নিজের পাপকর্মের কথা স্বরন করে দয়াময় প্রভূর কাছে ক্ষমা চাচ্ছি আর রোগমুক্তির জন্য তার কাছে সাহায্য চাচ্ছিলাম । মুনাজাত শেষ হতে না হতেই ঘরের মধ্যে হঠাত্‍ ধপ করে একটা শব্দ ও দমকা হাওয়া অনুভব করলাম । হাওয়াটা ঠিক আমার শরীরে এসে লাগলো । পুরো ঘর যেন মুহুর্তেই শীতল আর সুগন্ধে ভরে উঠলো ।
প্রথমে ভাবলাম জানালা হয়তঃ খোলা আছে । আর আবহাওয়া মনে হয় খারাপ হয়েছে । ঝড় বৃষ্টি শুরু হবে হয়তঃ ।
কিছুক্ষনের মধ্যে আমার ধারনা মিথ্যে হলো । আমি রুমের মাঝে একটি কন্ঠ শুনতে পেলাম ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ।
কন্ঠ শুনে চোখ খুললাম, এবং দেখতে পেলাম আমার সামনেই একটি অগ্নীময় আলোকজ্জল একটি অজগর সাঁপ । সাঁপটির সারা শরীর জলজল করে জলছিল । যেমনটা কাঁচের মার্বেল এ আলো পড়লে দেখায় । সাঁপটি লম্বায় ৬ থেকে ৭ হাত হবে এবং অনেকটা মোটাসোটা ।
এমন অবস্থা একজন সূস্থ্য সবল সাহসী ব্যাক্তির সামনে ঘটলে যতটা ভীতিকর ও ভয়ংকর হতো, আমার ক্ষেত্রে ঠিক ততোটা কেন জানি হয়নি । তবুও নিজেকে মনে হচ্ছে যেন শূন্যে ভাসছি । মাথা ঘুরছে ভীষন, যে কোন মুহূর্তে জ্ঞান হারাতে পারি । ভয়ে হার্টবিট থেমে যাচ্ছে মনে হচ্ছে । সারা শরীর ঘেমে যাচ্ছে অনবরতঃ । স্বাপটি আমাকে কয়েকবার ছালাম দিলো । আমি সালামের জবাব দেওয়াতে উনি কিছুক্ষন সুবহানাল্লাহ , আলহামদুলিল্লাহ , আল্লাহু আকবার বলে জিকির করতে লাগলেন এবং আমাকেও তার সাথে পড়তে বললেন । আমি ভয়ে ভয়ে তার সাথে সাথে আল্লাহর জিকিরে মন দিলাম । উনি আমাকে প্রথমে অভয় দিলেন এরপর উনার পরিচয় দিলেন । এতে আমার শরীর ভয়ে কাঁপছিলো সত্য কিন্তু কথা বলতে পারছিলাম যদিও গলাটা শুকিয়ে কাঠ হয়েছিল । উনি আমাকে আমাকে আমার রোগের আদিঅন্ত সব বললেন । কি কি ট্রিটমেন্ট নিয়েছি সব । উনি আমাকে বললেন আমি কিছুক্ষনের জন্য যাচ্ছি । একটু পরেই আবার আসবেন তাতে যেন ভয় না পাই এবং তার জন্য যেন অপেক্ষা করি । বলেই চোখের সামনে থেকেই ধপ করে অদৃশ্য হয়ে গেল ।
আমি রুমে আবার একা হয়ে একমনে তার জন্য অপেক্ষা করছি । ৩ থেকে ৪ মিনিট পর আবার ধপ করে শব্দ ও দমকা হাওয়া এবং সালাম শুনতে পেলাম এবং দেখতে পেলাম আমার চোখের সামনে সেই সাঁপটিকে ।
আমি সালামের জবাব দিলাম । উনি আমাকে বললেন আমি এইমাত্র ফিলিস্থিন থেকে একটি ঔষধ তোমার জন্য নিয়ে এসেছি । একটি অদৃশ্য হাত দিয়ে সেটা আমার হাতে দিলেন এবং বললেন ইনশাল্লাহ এটার সাথে আমলকী, হরতকী, এবং বহেড়া প্রত্যেকটা হাফকেজি করে নিয়ে ভাল করে শুকিয়ে ঢেকিতে গুড়া করে ঐ ঔষধটা এর সাথে মিক্সড করে প্রতিদিন রাতে এক চামচ ঔষধ এক গ্লাস পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে খালি পেটে ঐ পানি ছেকে খেতে হবে । ইনশাল্লাহ আল্লাহ এতে আল্লাহ আমাকে মাফ করবেন । উনি আমাকে সবধরনের এলোপেথিক (যে ঔষধগুলি চলছিল) তা খেতে নিষেধ করলেন । এছাড়াও আরও কিছু আয়ুর্বেদিক ঔষধের নাম বললেন । এবং ওগুলো কোথায় পাওয়া যাবে তাও বলে দিলেন । আরো অনেক কথা হয়েছে যা উল্লেখ করছিনা ।
সবশেষে যাওয়ার আগে একটি অদৃশ্য খসখসে অনুভূত হাত আমার মাথার উপর রেখে কিছু পড়ে মাথায় ফুঁ দিলেন । আমি সেটা হালকা ফু এর বাতাসে বুঝতে পারলাম । এরপর তিনি আমাকে তার সাথে আল্লাহর জিকির করতে বললেন । জিকির করতে করতে আবারো উনি সালাম দিয়ে ধপ করে অদৃশ্য হয়ে গেলেন ।
আমি কিছুক্ষনের জন্য থমকে গেলাম এটা হ্যালুসিলেশন ভেবে । কিন্তু নিশ্চিত হলাম এটা হ্যালোসিলেশন নয়, তার দেওয়া ঔষধটা আমার হাতে দেখে ।
ওনার দেওয়া ঔষধ সেবন করে আলহামদুলিল্লাহ আজ আমি সম্পূর্ণ সূস্থ্য ।
আলহামদুলিল্লাহ ।
N.B: (এটা কোন কাল্পনিক গল্প নয়)

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫০

চাঁদগাজী বলেছেন:


জাতীয় ফুল শাপলা, জাতীয় মিথ্যুক, আপনি

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: আপনাকে বিশ্বাস করতে জোর করেছে কে @চাদগাজী ??

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৮:৪৬

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: মতামত প্রকাশের পূর্ণ স্বাধীনতা সবার রয়েছে । তার মানে এই নয় যে কাউকে কটাক্ষ করে তা করতেই হবে.....

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৭

আবু ছােলহ বলেছেন:



ব্লগে তন্ত্র মন্ত্রের বিজ্ঞাপন দিয়ে বেড়ান!
ইসলাম এসব তন্ত্র মন্ত্রের মুন্ডুপাত করে এগুলোকে পরিষ্কার হারাম ঘোষনা দিয়েছে।

মাশাআল্লাহ! তন্ত্র মন্ত্রের ঝোলা কাঁধে থাকলেও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ -তেও তো কম যান না! স্পষ্টভাবে জেনে নেয়া প্রয়োজন, আল্লাহতে বিশ্বাসী- এই দাবিতে সত্যবাদি প্রমান করতে হলে, এইসব কোকা-মোকা-ধোঁকা পন্ডিতগিরি থেকে তওবা করে সোজা রাস্তা গ্রহন করা ব্যতিত তা সম্ভব নয়। কক্ষনও নয়। কস্মিনকালে নয়।

সূঁচের ছিদ্র দিয়ে উটের চলাচল সম্ভব হতে পারে; চ্যালেঞ্জ! এইসব কুফরি কালামে বিশ্বাসীদের সত্যিকারের তওবা ব্যতিত ঈমানদার হয়ে ওঠা সম্ভব নয়।

সুতরাং, সাহস হারানোর কিছু নেই। আল্লাহর অবারিত করুনাধারায় ফিরে আসি আমরা। ছেড়ে দিই শয়তানের তন্ত্র মন্ত্র। বিশ্বাস করি, আমাদের পাপ তিনি অবশ্যই মার্জনা করবেন।

প্রিয় মোস্তফা শওকাত ইমরান শাহীন,

কথায় কথায় কিছু অপ্রিয় কথা হয়তো বলে ফেলেছি। ক্ষমা চাই। কষ্ট নিবেন না, আশা করি।

আপনার মঙ্গল কামনা করছি।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫২

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: Hummmm. Thanks.
Post Ti soriye fela hoyese.
Allah Amake Hefajot korun.
Amin
Apnar Jonno shuvo kamona roilo.

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

আবু ছােলহ বলেছেন:



ক্ষমা করবেন! এত দ্রুত আপনার সিদ্ধান্ত নেয়া দেখে আপ্লুত!

ইনস্ট্যান্ট প্রতি উত্তরে কৃতজ্ঞতা!

আপনার কাছে দোআ চাই।

আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে মাফ করুন!

ভাল থাকবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৪

মোস্তফা শওকাত ইমরান শাহীন বলেছেন: Amin. Summa- Amin

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৩

আবু ছােলহ বলেছেন:



আপনার দোআ আল্লাহর দরবারে গৃহীত হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.