নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও)

পুরান আমি নব ভাবনায় বিভোর..

শাহনেওয়াজ লতিফ

জন্মাবধি আমার বুক পকেটে ঋণের কাগজ একখানা। প্রেরক বাংলাদেশ ... বুক পকেটে কাগজ একখানা প্রেরক বাংলাদেশ ... জন্মাবধি প্রেরক বাংলাদেশ .. মাতৃগর্ভ ও মাতৃভুমির ঋণ খেলাপি আমি , ই মাটির লাঙ্গল, সুই, রিক্সার হ্যান্ডেল, মুখোরিত যৌবনের কাছে আমি ঋনি । বুক পকেটে এক খানা ঋনের কাগজ আমার... আর ঋন খেলাপি আমি...।

শাহনেওয়াজ লতিফ › বিস্তারিত পোস্টঃ

সকল ভালতে নিজেরে যেন খুজিয়া পাই এই মোর প্রার্থনা .।।।

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

বিধাতা সৃষ্ট কতক মানব সন্তান নিজ হস্তে কোন কর্ম করিবেন না কিন্তু অপরের কর্মের সমালোচনায় তাহারা এতোটাই পটু যে তাহারা তাহাদের সেই সমালোচনা করিতে চাতুর্য্যতার সকল অবলম্বন ব্যবহার করিবেন । ইহারা নাস্তিক মার্কা ভাব দেখাইয়া নিজেদের একটু উচ্চমার্গীয় শ্রেণীতে উঠাতে চান । "নাস্তিক নাস্তিক ভাব দেখাতে পারিলেই জ্ঞানী" এরকম একটা হুলিয়াও জারি আছে । যদি নাস্তিক সেই মহাজ্ঞানী কে নিয়ে আপনি আমাজন জঙ্গলে যান । হঠাত দেখিলেন সামনে একটা ক্যামেরা পড়িয়া আছে,

জ্ঞানী মহোদয় বলিবেন "আহা !!!জাপানের ঐ কোম্পানির তৈরি ক্যামেরা । খুব ভাল । ইহা ১৩মেগা পিক্সেলের......... পিক্সেল হইলো..." পিক্সেল নিয়ে নাতিদীর্ঘ একটি জ্ঞানগর্ভ বক্তৃতা ।

কিন্তু সামনে একটি সুন্দর পক্ষী চোখে পড়িলে মানিবে না ইহা কেহ তৈরী করিয়াছে । নাস্তিকরা ভাল যুক্তিবাদী হয় না কারন অন্যের যুক্তি শুনিবার কর্ণ তাহাদের নেই । অনেকটা মৌলবাদীদের মত । যারা শুধু মূলটাই জানেন ও মানেন । অন্য কিছুই শুনতে চান না । আলোচনা করার কোয়ালিটি রাইট-লেফট পন্থির অফিসে পাওয়া যায় না । ইহা অর্জন কর‌্তে হয় ।



"প্রশ্ন সবাই করিতে পারে না , বুদ্ধিমানরা প্রশ্ন করে , আর বোকারা করে তর্ক ।"



ভালো কাজের ভালো দিকটা যদি আপনার চোখে না পড়ে তবে বলিবো আপনার চোখ খুলে নাই । হৃদয়ের দরজা জানালা না খুলিলে কেমনে আলো আসিবে ??? দুইখানা বাম- ডান- পন্থি পুস্তক পড়িয়া যারা দেশপন্থি হওয়ার রাস্তা ভুলিয়া এদিক সেদিক ঘুরিতেছেন তাদের বলি চোখ খুলুন ।



কিছু পোলাপাইনের আইডেনটিটি ক্রাইসিসে ভোগার কারনে এরা সকলের সামনে এমন একখানা ভাব ধরেন যেন উনি বুঝিয়াছেন জগতে সকল ভাল'র মধ্যে ধান্দা লুকায়িত । ধান্দা ছাড়া কেউ কাজ করে না ।

ঐসব পন্ডিতদের জন্য উপদেশ...



"ওরে মহাজ্ঞানী

প্রাকৃতিক কর্ম সারিয়া ঢালিও পানি "

কারন তোমাদের জ্ঞানের উচ্ছিষ্ট এই জগতে মানব জাতির কোন কাজে লাগিবে না । বাংলাদেশের সকল দেশপ্রেমিককে শুভেচ্ছা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

শফিক ফেরদৌস বলেছেন: "ওরে মহাজ্ঞানী
প্রাকৃতিক কর্ম সারিয়া ঢালিও পানি "
কারন তোমাদের জ্ঞানের উচ্ছিষ্ট এই জগতে মানব জাতির কোন কাজে লাগিবে না ।

২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

গা্িলব বলেছেন: "প্রশ্ন সবাই করিতে পারে না , বুদ্ধিমানরা প্রশ্ন করে , আর বোকারা করে তর্ক ।"
সহমত.........................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.