নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও)

পুরান আমি নব ভাবনায় বিভোর..

শাহনেওয়াজ লতিফ

জন্মাবধি আমার বুক পকেটে ঋণের কাগজ একখানা। প্রেরক বাংলাদেশ ... বুক পকেটে কাগজ একখানা প্রেরক বাংলাদেশ ... জন্মাবধি প্রেরক বাংলাদেশ .. মাতৃগর্ভ ও মাতৃভুমির ঋণ খেলাপি আমি , ই মাটির লাঙ্গল, সুই, রিক্সার হ্যান্ডেল, মুখোরিত যৌবনের কাছে আমি ঋনি । বুক পকেটে এক খানা ঋনের কাগজ আমার... আর ঋন খেলাপি আমি...।

শাহনেওয়াজ লতিফ › বিস্তারিত পোস্টঃ

এটা সময়ের প্রয়োজন । যারা বুঝলো না , তারা রক্ষণশীল ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১৫

শাহবাগ কে যদি আপনি কোন রাজনৈতিক দলের ব্রেন চাইল্ড ভাবলে তবে আপনার মত তরুনের জন্য আমার দুঃখ হয় । ১৯৭১ এ অনেকে সেই অধিকার আদায় করার গর্বের যুদ্ধ কে গোন্ডগোল বলেছিলো । আসলেই প্রগতিশীল আর রক্ষনশীল এর মধ্যে এই খানে তফাৎ । আসুন মনের আগুন জ্বালিয়ে রাখুন । যে দেশ তার স্বাধীনতা অর্জনের কারণ জানে না সে দেশ কোন দিন উন্নতি লাভ করতে পারে না। কোনদিন তার অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারে না । ২০০১ সালেও যারা পাকিস্তানের সাথে এক হতে চায় । যারা ১৯৭১ সালে শুধু বিরোধিতাই করে নি । অনেক হত্যা , ধর্ষন , সামাজিক অপয়াধ করেছিলো । যে কোন দেশের স্বাধীনতায় বিপক্ষ দল থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে তারা অপরাধ করবে । উদাহরন দিলে সহজ হবে ঃ কাল যদি পার্বত্য চট্রগ্রাম স্বাধীনতা চায় আমি আপনি হয়তো বিরোধিতা করবো । তার মানে এই নয়তো যে আপনি স্বাধীনতা কামী সেই পার্বত্য এলাকার জনগন হত্যা করবেন । সে দিন ১৯৭১তারা যে অপকর্ম করেছে তার শাস্তি সবাই চায় । এসে দেখুন আপামর জনগন পথে । এটা একটা শুভ লক্ষন । বড় বড় রাজনৈতক দলগুলো ভেবেছিলো যেমনে খুশি খেল্বে । কেঊ ধর্ম নিয়ে ১কেজি , ৫০০গ্রাম এর প্যাকেট ব্যাবসা শুরু করেছিলো থিক তেমনি কেঊ সকল মুক্তিযুদ্ধের স্লোগান , ইতিহাসের ব্যাবসা শুরু করেছিলো , কোন ব্যবসা আর পাইকারী চলবে না বাবু মসাই । কোনটিই বিপ্লবীরা হতে দিবে না । না তা হতে দেওয়া যাবে না ।

শাহবাগ কোন খন্ডিত কাব্য নয় । এটা সময়ের প্রয়োজন । যারা বুঝলো না , তারা রক্ষণশীল । যারা ভীরু, যারা কাপুরুষ তারা যে পরিবর্তন গ্রহন করতে পারে না, সে সয়াবি জানে । শাহবাগ ২০৫০ পর্যন্ত জেগে থাক । যে কোন দূর্নীতি , যে কোন জাতীয় ঠক বাজরাও আজ ভয়ে আছে । তারা জানে সীমা লংঘন করলেই শাহবাগ আছে । শাহবাগ থেকে কয়েক কদম দূরে আমাদের দেশের জন্মের নারি পুঁতা রয়েছে । প্রথাগত রাজনীতি যে আমাদের মুক্তি দিতে পারছে না তা শাহবাগ প্রমান করছে । তাই হাইব্রিড কোন নেতাকেই কথা বলতে দাওয়া হয়নি ।



১৯৭১ কে ভূল প্রমানিত করার জন্য এখন অনেকেই লেগে আছে । কিন্তু ২০১২ পর্যন্ত বাংলাদেশ বেশীর ভাগ ইনডেক্স এ পাকিস্তান কে অতিক্রম করেছে । সময় লেগেছে । অবদান সবার আছে । জনগনের অবদান সবচেয়ে বেশী । বাংলাদেশ তো আর অন্যদের মত শুভ দিন তিথী দেখে স্বাধীনতা নেই নি । এর পিছনে রক্ত আছে । বলিদান আছে । ১৯৭১ এ আমাদের ইনফ্রাস্ট্রাকচার সব ভেঙ্গে গিয়েছিলো । আজ কত সুন্দর দেশ । এক দিনে হয় নি । কিনু যারা এই দেশ চাই নি । স্লোগান থামানোর জন্য ককটেলের ভাষা ছাড়া যুক্তির স্থান নেই । যারা অপরাধ করেও ক্ষমা স্বীকার করেনি তারা পরাজিত সৈনিক । আর পরাজিত সৈনিক খুব ভয়ংকর ।



আর একটা কথা বলি উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল কে এই জামাত খেয়ে ফেলেছিলো । চরম ডান আর চরম বামের সেই একি সমস্যা । আসুন মনের আগুন জ্বালাই এই ফাগুনে ।



আজ ২রা ফাগুনন ১৪১৯ , ১৪ ফেব্রুয়ারী ২০১৩ আমরা একাত্তরে শহীদদের স্বরন করে মোমবাতি জ্বালানো হবে যে যেখানে আছেন সেই অবস্থানে থেকেই । সময় সন্ধ্যা ৭টা ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২

স্বপ্নখুঁজি বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.