নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও)

পুরান আমি নব ভাবনায় বিভোর..

শাহনেওয়াজ লতিফ

জন্মাবধি আমার বুক পকেটে ঋণের কাগজ একখানা। প্রেরক বাংলাদেশ ... বুক পকেটে কাগজ একখানা প্রেরক বাংলাদেশ ... জন্মাবধি প্রেরক বাংলাদেশ .. মাতৃগর্ভ ও মাতৃভুমির ঋণ খেলাপি আমি , ই মাটির লাঙ্গল, সুই, রিক্সার হ্যান্ডেল, মুখোরিত যৌবনের কাছে আমি ঋনি । বুক পকেটে এক খানা ঋনের কাগজ আমার... আর ঋন খেলাপি আমি...।

শাহনেওয়াজ লতিফ › বিস্তারিত পোস্টঃ

তুমি সময় পেলে একদিন এসো

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩২





তুমি সময় পেলে একদিন এসো

পারলে এসো একদিন

কোন পড়ন্ত একাকী বিকেলে কিংবা

কোন চাঁদনী পসর রাতে চুপিচুপি পায়ে হেটে চলে এসো বাসার ছাদে ।



পারলে তুমি এসো ,

দমবন্ধ হয়ে আসা কষ্টের কোন অপরিচিত সময়ে ,

যেমন একপশলা বৃষ্টি সতেজ করে পুরো বিকেল কে ।



পরলে পালকের মতো হালকা হয়ে ,

আরো আলতো হয়ে এসো এই অধুনাতে ।

অনেকের সময় হয় ,

তোমার কেন আসার সময় হয় না ।



একলা দ্বীপবাসী আমি, তোমার বসন্তের সমারহ ।

নদীর জল গিয়ে মিশে সাগরে, আমার লক্ষহীন ঘূর্ণয়ন ।

বিকীর্ণ প্রভাত আসার আগে কালোরাত্রির আত্মদহন ।



তুমি বলেছিলে কোন একদিন

“আমি আসব

কথা দিলাম

একদিন আসব”

সময় হয় না তোমার ,

তোমাদের ।

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

সাজিদ এহসান বলেছেন: খুব ভাল লিখেছেন , :)

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৬

shfikul বলেছেন: +++

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৭

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.