নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও)

পুরান আমি নব ভাবনায় বিভোর..

শাহনেওয়াজ লতিফ

জন্মাবধি আমার বুক পকেটে ঋণের কাগজ একখানা। প্রেরক বাংলাদেশ ... বুক পকেটে কাগজ একখানা প্রেরক বাংলাদেশ ... জন্মাবধি প্রেরক বাংলাদেশ .. মাতৃগর্ভ ও মাতৃভুমির ঋণ খেলাপি আমি , ই মাটির লাঙ্গল, সুই, রিক্সার হ্যান্ডেল, মুখোরিত যৌবনের কাছে আমি ঋনি । বুক পকেটে এক খানা ঋনের কাগজ আমার... আর ঋন খেলাপি আমি...।

শাহনেওয়াজ লতিফ › বিস্তারিত পোস্টঃ

মানুষ চলমান উদ্ভিদ

০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:২৯

মানব জীবন এক অচেনা জীবন । এই জীবনে না পারলাম আমরা গৃহী হতে না পারলাম সন্ন্যাসী হতে । গৃহী হতে যতটা ধর্য্য দরকার তা অনুপস্থিত কিন্তু সন্ন্যাসী হতে যতটা দর্শন দরকার সেও তো জাতি হিসেবে আমরা তেমন একটা আগাতেও পারি নি । আমাদের ভ্রমন পিপাসাও তাই নাই বললেও চলে । আমাদের প্রতিবেশী দেশগুলোতেও বেশীর ভাগ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত রা নুন্যতম নিজের দেশটা ঘুরে দেখে । আমরা নিজের প্রানের বাংলাদেশটাই ঘুরে শেষ করতে পারি না , এক জীবনে । আমি আহমদ ছফার “পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ” পড়ে যতটা না পুলকিত হয়েছি তার থেকেও বেশী গৃহী এক মানুষের কল্পনার জগত আবিষ্কার করেছি । একছাদেই তিনি ক্ষুদ্র তৃণাঙ্কুর থেকে স্পন্দিত নক্ষত্র পর্যন্ত যে চরাচরপ্লাবিত জীবন প্রবাহ তা বিজ্ঞানের ছাত্রকে পুলকিত করলেও শিহরিত করে কিনা আমি বলতে পারবো না ।

পথের পাঁচালী এর অপু আমাকে বেশী টানে । রেললাইনের পাটিতে কান লাগিয়ে নতুন কিছু পাওয়া ছিলো এই আধুনিক যুগে এসেও ।



আহমদ ছফা বলেছেন,

“বৃক্ষের ভেতরে যে সরল জীবনপ্রবাহ স্পন্দিত হয় , তার সঙ্গে মানুষের হৃদস্পন্দনে অবশ্যই একটা মিল আছে । প্রকৃতিগত ভাবে উভয়ে একই বস্তু । কিন্তু তারতম্য হচ্ছে শক্তি এবং গতিশীলতার । গ্রিক আরিস্ততল তো মানুষকে চলমান উদ্ভিদ বলে অভিহিত করেছিলেন।“



অর্ধেক গৃহী এক মানুষের উপলব্ধি হিসেবে বলতে পারি ঢাকার জানালা ছোট তাই পূর্ণিমা চলে যায় না দোল দিয়েই । বৃষ্টি হয় না মনে , বৃষ্টি হয় ঢাকার ডুবে এই রাস্তায় । নদীতে নৌকা নেই । আছে তলানীতে প্লাস্টিক ব্যাগের আস্তরন আর কিশ কালো পানি নামের বিষ ।



উপলব্ধি ভোঁতা থেকে ভোঁতা হচ্ছে তাই বইয়ের পাতায় মন বসে না । তাই ভাবলাম বইস্যা বইস্যা ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫

শিকদার ওয়ালিউজ্জামান বলেছেন: মানুষবৃক্ষ বৃক্ষ হতে পেরেছি কি?!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.