নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহুমুজামা

আমি লিডিং ইউনিভার্সিটি, সিলেট - থেকে ইংরেজী অনার্স শেষ করে নর্থ-সাউথ ইউনিভার্সিটি- এ মাস্টার্স করছি। দোয়া করবেন আমার জন্য।

জাহুমুজামা › বিস্তারিত পোস্টঃ

হেল্প চাচ্ছি ব্যাংকার ও ফাইনান্সিয়াল প্রতিষ্টানে যারা আছেন, প্লীজ

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

সরাসরি আসল কথায় আসি, আমি স্টুডেন্ট, মাষ্টার্স শেষ হওয়ার পথে। একটা কাজে আমার কিছু টাকা দরকার ১২০০০০/- (এক লক্ষ বিশ হাজার) এর মত, পড়াশোনা রিলেটেড। আমার আম্মু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মাসে বেতন ১৪০০০/- (চৌদ্দ হাজার) টাকা--এর মধ্যে ২০০০/- (দুই হাজার) করে কেটে রাখে প্রভিবেন্ট ফান্ডের জন্য--মাসে তুলেন ১২০০০/- করে। চাকরীর ২০ বছরের উপরে চলতেছে।

আমি এখন আমার আম্মুর এই একাউন্টকে সিকিউরিটি হিসেবে রেখে ১২০০০০/- (এক লক্ষ বিশ হাজার টাকা) লোন তুলতে চাচ্ছি।



কেউ কি আছেন এখানে যিনি আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারবেন। খুব বিপদে আছি, কোন দিক থেকে ম্যানাজ করতে না পেরে এই পোষ্ট দেওয়া। প্লীজ হেল্প করেন।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

কালোপরী বলেছেন: আমি ঠিক ক্লিয়ার হতে পারলাম না, আপনার আম্মুর কোন একাউন্ট এর কথা বুঝাতে চেয়েছেন?

বুঝতে পারলে হয়তো হেল্প করতে পারতাম

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

জাহুমুজামা বলেছেন: জ্বিনা আপু আমি আসলে ১২০০০০/- টাকা লোন তুলতে চাচ্ছি আমার আম্মুর একাউন্টকে সিকিউরিটি হিসাবে রেখে। এক বছরের মধ্যে শোধ করে দিতে পারব।

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

কালোপরী বলেছেন: আপনার আম্মুর কোন একাউন্ট???????

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

জাহুমুজামা বলেছেন: স্যালারী একাউন্ট, সরকারী প্রাইমারী স্কুলের টিচার।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

কালোপরী বলেছেন: হুম, আমি যতদূর জানি যে কোন একটা এমাউন্ট নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করে সেটাকে লিয়েন করে তার বিপরীতে ঐ এমাউন্টের ৮০% ঋন দেয়া হয়। আরেকটা উপায় আছে কিন্তু সেটা সময় সাপেক্ষ।


স্যালারির বিপরীতে লোণ দেয়া হয় কি না, আইডিয়া নেই।

সরি হেল্প করতে পারলাম না বলে :(

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

জাহুমুজামা বলেছেন: ইটস ওকে আপু, আনটোরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ। সময়সাপেক্ষ উপায়টা কি, একটু বলতে পারবেন।

আসলে আম্মুর প্রভিবেনট ফানডে কিছুৎাকা আছে, কিন্তু ওটা তুলতে গেলে ক্ষতিটা বেশী হয়ে যাবে---২৭% এর মত। তাই লোন এর কথা ভাবছি।

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১৬

সাদা রং- বলেছেন: আপনি ব্যাংক থেকে স্টাডি লোন নেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.