![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতির ঐ মায়া ঘেরা
নয়নাভিরাম দেশ টা।
প্রচেষ্টাতে বাড়বে দেশের
সফলতার রেশটা।
সোনার ফসল ফলতে হল
আমিত্বকে গিয়ে ভুলে
আমি তুমি সবাই মিলে
করতে হবে চেষ্টা।
ছায়া ঘেরা মায়া ঘেরা
সম্ভাবনার দেশ টা।
আঘাত করে মর্মমূলে
ভেদাভেদ সব গিয়ে ভুলে
ফিরতে হবে কর্মকূলে
গড়তে সোনার দেশটা।
ধনী-গরীব সবাই মিলে
করতে হবে চেষ্টা।
প্রকৃতির ঐ মায়া ঘেরা
সম্ভাবনার দেশ টা।
©somewhere in net ltd.