![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যারা ক্লাস রুমে
পিছের টুলে বসি
বসে বসেই নিত্যদিনের
নানান হিসেব কষি।
মূল্যবান তো কত্ত কথাই
ক্লাসে বলে টিচার
ঐ দিকে যার মন টিকেনা
লিখতে থাকে ফিচার।
টিচার যখন দেয় বুঝিয়ে
হরেক প্যাঁচের পড়া
কেউ পড়ে উপন্যাস আর
আমি লিখি ছড়া।
পড়ুয়া সব পোলাপানে
সামনে বসেই শুনে
পিছন টুলের মেধাবী রা
ঘড়ির কাটা গুনে ।
©somewhere in net ltd.