নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সা"দ শরীফ

একদিন ক্লাসরুমে দিচ্ছিলাম লেকচার এ সুয়োগে একজনে তুলে ফেলে পিকচার

সা"দ শরীফ › বিস্তারিত পোস্টঃ

আগমনী গানঃ প্রফেট মুহাম্মদ (স)

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

এসেছিলো যিনি ধরণীর মাঝে আলোক বর্তি হয়ে,

অমানিশা নেমে মানবতাবোধ যব গিয়েছিলো ক্ষয়ে।

জ্যান্ত কবর দিতো যে যখন কন্যাকে নিজ বাবা,

আকাশের চাঁদ এলোরে তখন আলোকিত করে কাবা।

মুখরিত হলো আগমনী গানে শৈলী -শিখর চূড়া,

পুলকিত হলো নিখিলের সাথে আবাল-বৃদ্ধ বুড়া।

লাখো-কোটি তারা ঝলমল করে গগনাঙ্গন তলে,

রবি-শশী-গ্রহ তারাদের সাথে মিটি মিটি করে জ্বলে।

আরবে-আজমে ছড়িয়ে গেলো রে নব মুক্তির বানী,

সুপথের দিশা পেয়ে মানুষের দূরীভূত হলো গ্লানি।

স্বীকৃতি পেলো নারী আধিকার নব ধরনীর পরে,

হাসি ফুটিলো রে অসহায় সব বনী আদমের ঘরে।

কাবার মিনারে জড়ো হলো সবে শুনে আযানের ধ্বনি,

অমানিশা শেষে খুজে পেল যেন তাদের নয়ন মনি।

দ্যুলোক- ভুলোক ভরিয়া উঠিলো ঐশী আলোর বানে,

যুগ-যুগান্ত আলোকিত হলো নবীন পাখির গানে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.