নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সা"দ শরীফ

একদিন ক্লাসরুমে দিচ্ছিলাম লেকচার এ সুয়োগে একজনে তুলে ফেলে পিকচার

সা"দ শরীফ › বিস্তারিত পোস্টঃ

বন্ধু তুমি (সকল বন্ধুর উদ্দেশ্যে)

১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৬



(ব্লগে পোষ্ট করা প্রত্যেকটি ছড়া এবং কবিতা স্বরচিত)



মোহে পড়ে বন্ধু আমার

হারাই ওনা যে পথ

কাজে লাগাও যৌবনের এই

শক্তি সাহস ও রথ।



ভুল করোনা ভুল বুঝোনা

চিন্তা করো বসে

প্রতি কদম যাও এগিয়ে

হিসেব কষে কষে



স্বপ্ন দেখেই চলছে যাদের

জীবন পথের গাড়ি

তুমি বন্ধু তাঁদের সাথেই

সেই পথে দাও পাড়ি।



চলার পথে আবেগটাকে

নিয়ন্ত্রণে রেখো

বুদ্ধি বিচার করেই কাজে

জয়ী হয়ে থেকো।



দূর সীমানা পাড়ি দিও

বিশ্বাসীদের মতো

কেটে যাবে চলার পথের

আঁধার আছে যতো।



ভালোবাসা ঢেলে দিও

সৃষ্টি জীবের মাঝে

স্রষ্টাও তোমায় বাসবে ভালো

সকাল-বিকাল সাঁঝে।



তাঁর কথাটা কখনো হায়

যেওনা তো ভুলে

মনে রেখো তাঁর করুনাই

সফলতার মূলে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

আমার কোন প্রশ্ন নাই বলেছেন: স্বপ্ন দেখেই চলছে যাদের
জীবন পথের গাড়ি
তুমি বন্ধু তাঁদের সাথেই
সেই পথে দাও পাড়ি।

ভালো লাগা রেখে গেলাম।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২১

সা"দ শরীফ বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার কমেন্টস টাই এই ব্লগে আমার পাওয়া প্রথম কমেন্টস। আপনার অজস্র ভালোবাসা

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৮

এম এ কাশেম বলেছেন: সত্য ও সুন্দর...............
অনেক শুভ কামনা।

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

সা"দ শরীফ বলেছেন: ধন্যবাদ। কাশেম ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.