![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার স্কুল পড়ুয়া (৬ষ্ঠ শ্রেণী) বড় মেয়ে স্কুল হতে এসে আমাকে জানালো,
আগামীকাল তার স্কুলে ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে লিখে নিয়ে যেতে হবে। জানতে চাইলো, 'ডিজিটাল বাংলাদেশ' এর সংজ্ঞা কি?
আমি যতটুকু জানি, ডিজিটাল বাংলাদেশ ঘোষণার প্রায় দুই বছর অতিক্রান্ত হলেও সরকার কর্তৃক ‘ডিজিটাল বাংলাদেশ’-এর কোনো সংজ্ঞা এখনো দেয়া হয়নি। আমাদের বোঝানো হয়নি ডিজিটাল বাংলাদেশ কী ও কেন।
মেয়ের চাপাচাপিতে আমি তাকে জগাখিছুরী মার্কা একটা সংজ্ঞা লিখে দিলাম।
ডিজিটাল বাংলদেশের সংজ্ঞা কি, কেউ কি একটু জানাবেন?
২৭ শে জুন, ২০১০ রাত ১০:২৩
এমটিএ৫৬৭ বলেছেন: জব্বর কাগু ?
তারে সামুর মাধ্যমেই জিগাইলাম, কইবো তো !!
২| ২৭ শে জুন, ২০১০ রাত ৯:৫২
ত্রিভুজ বলেছেন: ডিজিটাল মানে হচ্ছে ১ আর ০
আপনি আওয়ামীলীগ করলে ১
না করলে ০
১ = ভাল
০ = খারাপ
১ = মুক্তিযোদ্ধা
০ = রাজাকার
এরকম আরো অনেক ভাবে ব্যাখ্যা করা যায়। এটা অবশ্য ডিজিটাল এর রাজনৈতিক ব্যাখ্যা।
২৭ শে জুন, ২০১০ রাত ১০:১৪
এমটিএ৫৬৭ বলেছেন: জনাব,
রেটিং সুবিধা পাবার আশায় বা ফান হিসাবে এটা পোস্ট করি নাই।
৩| ২৭ শে জুন, ২০১০ রাত ৯:৫৭
শাহ জাহান মাহমুদ বলেছেন: ডিজিটাল বাংলদেশের সংজ্ঞা কি ?
আমেরিকাতে এখনো যখন চাকরি নেওয়ার জন্য লম্বা লাইন হয়, তারা এখন ও ডিজিটাল হইতে পারল না, আবার ডিজিটাল বাংলদেশে ।
বাংলাদেশের মানুষদের আবুল পাইছে, তাই যা ইচ্ছা তা বলছে কেউ কিছু বলতে পারে না ।
ডিজিটাল বাংলদেশে মানে হল, শেখ হাসিনার ছেলের ডিগ্রীর বাহাদুরী ফলানো । সে নাকি এখন মস্ত বড় ডিজিটাল ম্যাকার হইচ্ছে - সেইটা নিয়া বাংলাদেশে ফলাতে গেছে, আর সেইটা হল, ডিজিটাল বাংলদেশে ।
আবুল ডিজিটাল বাংলদেশে ।
৪| ২৭ শে জুন, ২০১০ রাত ১০:০১
ইনক্রেডিবল বলেছেন: কিছুদিন আগে আমাদের অফিসে একটি ওয়ার্কশপ হয়েছিল সেখানে ডিজিটাল বাংলাদেশের যে সংগা দেয়া হয়েছে তা হুবহু তুলে দিলাম। লেখাটা ইংরেজীতে... আপনার মতো করে অনুবাদ করে নেবেন।
Digital Bangladesh:
is a vision where the citizens will get all citizen services through electronic means with minimal human interaction,
to bridge the gap between the rich and poor, the urban and the rural.
will be globally competitive with the adoption of digital technology to attain a real knowledge economy,
Will integrate ICTs in social and economic activities to make a happy, rich, educated, poverty and hunger free Bangladesh, where people have equal rights
In Digital Bangladesh:
Most of our country’s problems such as corruption, unemployment, illiteracy, poverty and inflation will be solved by 2021.
All possible tasks of the government, semi-government and private sector will be processed using ICT through full ICTion at the back-end the citizen services will be provided in the front-end through electronic channels.
The beneficiaries are the people of Bangladesh, particularly farmers, students, unemployed people and marginalized groups.
The stakeholders include the government, corporate sector, academia, mass media and civil society organizations. Foreign investors will also benefit as they can get online information.
should focus on building a knowledge-based economy where education and ICT will play an important role
২৭ শে জুন, ২০১০ রাত ১০:১৬
এমটিএ৫৬৭ বলেছেন: ধন্যবাদ।
৫| ২৭ শে জুন, ২০১০ রাত ১০:৩০
স্বপ্নশহর বলেছেন: উপরোক্ত সংজ্ঞা দেখে আমি হাসতে হাসতে খুন হয়ে গেলাম। যে দেশের মন্ত্রী এমপি রা সব অশিক্ষিত মূর্খের দল সেই দেশ ডিজিটাল। হি হি হি। কয়টা মন্ত্রী এম পি ইন্টারনেট ব্যবহার করতে পারে আমার খুব জানতে ইচ্ছা করে।
৬| ২৭ শে জুন, ২০১০ রাত ১১:৪৩
হাদী নয়ন বলেছেন: স্বপ্নশহর বলেছেন: উপরোক্ত সংজ্ঞা দেখে আমি হাসতে হাসতে খুন হয়ে গেলাম। যে দেশের মন্ত্রী এমপি রা সব অশিক্ষিত মূর্খের দল সেই দেশ ডিজিটাল। হি হি হি। কয়টা মন্ত্রী এম পি ইন্টারনেট ব্যবহার করতে পারে আমার খুব জানতে ইচ্ছা করে।
সহমত।
৭| ১৪ ই জুলাই, ২০১০ রাত ১২:২৩
মাইক্রো বলেছেন: প্নশহর বলেছেন: উপরোক্ত সংজ্ঞা দেখে আমি হাসতে হাসতে খুন হয়ে গেলাম। যে দেশের মন্ত্রী এমপি রা সব অশিক্ষিত মূর্খের দল সেই দেশ ডিজিটাল। হি হি হি। কয়টা মন্ত্রী এম পি ইন্টারনেট ব্যবহার করতে পারে আমার খুব জানতে ইচ্ছা করে।
৮| ২২ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৫:৩২
?জকির! বলেছেন: যে দেশের মন্ত্রী এমপি রা সব অশিক্ষিত মূর্খের দল সেই দেশ ডিজিটাল। হি হি হি। কয়টা মন্ত্রী এম পি ইন্টারনেট ব্যবহার করতে পারে আমার খুব জানতে ইচ্ছা কর... ????
সহমত
মন্ত্রী এম দেরকে আগে ডিজিটাল করা হোক তাহলে সবই ডিজিটাল হয়ে যাবে,।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুন, ২০১০ রাত ৯:৪৭
ব্রাইটসেন্ট্রাল বলেছেন:
জব্বর্কাগু কৈতার্বো!