![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাই, আর থাইকপার না পাইরা নয়া রাজনীতির দল খুললাম। আমার দলের কাজকাম হইবেক এইরূপ -
১। আমার দলের নাওয়ের লগে ইঞ্জিন থাকপে... ইঞ্জিন ছাড়া দলের নাও বরদাশত করা হইবেক না
২। আমার দলের খালি ধানের শীষ দিয়া হইবেক না, গম ডাল, ভুট্টা, সয়াবিন আর সবকিছুর বীজ মিশাইয়া মাইনশেরে সুষম খানা-খাইদ্য সরবরাহ করা হইবেক
৩। আমার ক্ষেতের মইদ্ধ্যে “নো লাঙ্গল”, খালি ট্রাক্টর...
৪। দাঁড়িপাল্লা হইবেক ডিজিলগ (ডিজিটাল+এনালগ)...
৫। কুনোরকমের হেফাজতি কাজ-কাম চইলবে না, নিজের হেফাজত নিজেরেই
করিতে হইবে (না, কইরতে পাইরলে মুড়ি খাতি হবি)
৬। কেউ বিকল্প কিছুর কতা কইতে পাইরবে না
৭। “আমার ইচ্ছায় কিছুনা, সবার ইচ্ছায় সব আর কারো ইচ্ছায় কিছুনা, আমার ইচ্ছায় সব” এইটা হইল গিয়া মন্ত্রের মূলে থাইকপে
যেই কতাগুলা নিজে থেইক্কা জাইন্যা লইবেনঃ ৪ নাম্বারের ডিজিলগ কি, এই প্রশ্ন করা যাবি না; মুড়ি কই থেইকে আইসপে, সেই খবর আমার পার্টি দিবে না; মূল মন্ত্র লইয়া কুনো কথা হইবে না ইত্যাদি ইত্যাদি...
কারো যদি এইডা গায়ে লাইগ্যা যায়, কই লাগসে আমারে ইটটু জানাই দিয়েন... তীব্র নিন্দা আর সহানুভুতি প্রকাশ করিনা ম্যালাদিন হইল।
ও ভালা কতা দলের নাম হইবেক “মুশকিল আসান পার্টি”
১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৫৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, নাম সাজেসট করেন তাইলে, প্যাচ লাগাইন্যা নাম
২| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:২৫
অমৃত সুধা বলেছেন: ‘প্রধানমন্ত্রীর জীবন হুমকির মুখে’
http://dhakajournal.com/?p=7551
১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৫৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমি তো ভাই সিক্রেট সার্ভিসের কেউ না, নাকি !!!
৩| ১৫ ই মে, ২০১৩ রাত ৯:৩৫
কান্ডারি অথর্ব বলেছেন:
উস্তাদ শ্লোগান কি হইবেক ?????
১৬ ই মে, ২০১৩ দুপুর ২:৫৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: "দায়িত্ব সবাইর, অধিকার আমার এ্কলার"
৪| ১৫ ই মে, ২০১৩ রাত ১০:২৯
পাগলা রাজু বলেছেন: সবই তো ভাল, কেবল নামের ক্ষেত্রে একটু কেমন যেন। আরেকটু আকর্ষনীয় নাম হলো ভাল হত।
আর আপনার দলের প্রতীক কী হইবেক তা কিন্তু আপনি বলেননি।
১৬ ই মে, ২০১৩ বিকাল ৩:০১
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, নাম সাজেসট করেন তাইলে, প্যাচ লাগাইন্যা নাম
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মন্ত্র ফন্ত্র, সবই তো ভালাই লাগছিল..
মগর নামের মইদ্যে আইসা এক্কেবারে বোরোক্ষেতে নাইমা গেলেন
ইট্টু... মডার্ন নাম দেন---- এট লিষ্ট মিলেনিয়াম চলতাছে....
কথায় আছে না গুনের চেয়ে নামেও কাম হয়!!!
আবার নামে নামে জমে টানে ঐটাও আছে...
সো একখান জট্টিল নাম দেন- পুলাপাইন দলে দলে যুগ দিবে না