![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকল ১৮ দলীয় সমর্থনকারীদের প্রতি, একজন সাধারণ ভীতু মানুষের আকুতি,
আপনারা যারা ১৮ দলীয় জোটের মহান সমর্থক আছেন, যারা অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও মিছিল মিটিং এ সামিল হয়ে দলের আন্দোলনে শরিক হতে পারছেন না, তাদের উদ্দেশ্যে আমার আকুতি, আর কিছু না পারেন, এই সময়ে অফিস-আদালতে যাওয়া হতে বিরত থেকে দলের কর্মসূচিতে আপনি বিশাল ভুমিকা পালন করতে পারেন।
এতে, আমার মত একজন ভীতু সাধারণ মানুষ, আপনাদের উদাহরণ টেনে এনে হলেও দু-একদিন বেশি ছুটি পাবো। আর ছুটি পেলেই ঐ দিনের জন্যে হলেও আমার পিতৃ প্রদত্ত জীবনটা হাত ফসকে বেরিয়ে যাবে না বলেই আশা করি।
আপনারা মহান মানুষ, দেশের ছাত্রছাত্রীদের দিকে আপনাদের দয়ার দৃষ্টি সবসময়েই আছে বলে প্রমাণ পেয়ে যাচ্ছি। এইবার আপনারা যদি দোয়া করে আমার মত ব্যপক চিন্তায় থাকা আম চাকুরীজীবীদের দিকে আপনাদের নেকদৃষ্টি দান করেন তবেই আমরা বর্তে যাই।
ইতি,
একজন সাধারণ ভীতু মানুষ
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভাই, আমিও তো তাই কই!
কি দরকার ভাই, জীবন বাজি রাওখা কামলা খাটনের, ঘরে বইয়া থাক, আর আমাগো কিছু ছুটি লইতে দে
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭
নীল জানালা বলেছেন: ভয় পাইলে চলবোনা। আওয়ামি বিএনপি দুস্কৃতিকারীদের প্রতিহত করেন। বাইড়ায়া খেদায়া দেন, দেশছারা করেন বেজন্মাগুলানরে। নিজ নিজ ঠিকানায় পাঠায়া দেন সবগুলারে। আমলি গুলারে পাঠান ভারতে আর বেন্পি জামাতরে পাঠান ফাকিস্তান। এরশাদরে কবর দেন। বাংলাদেশ হয়া উঠুক বাংলাদেশীদের।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩২
ক্ষুদ্র খাদেম বলেছেন: আহেন বাই, মোর বুকে আহেন
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৭
গান পাগলা বলেছেন: এক কাজ করেন ভাই,,,,সিক্রেট কাউরে কইয়েন্না, আপনারা কয়েকজন মিল্লা চুপি চুপি অফিসের গ্লাস বরাবর ৮-১০টা ইটা মাইরা দিবেন দৌড় মুখ বাইন্দা নিবেন নাইলে আবার জনম ছুটি হইয়া যাইবো,,,, গ্যারানটি অবরোধে ছুটি হইবোই।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইডা করন যায়, কিন্তু, যার নুন খাই তার গায়ে ইটা মারি কেমনে???
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪১
দখিনা বাতাস বলেছেন: ঐটা হইবো না ভাই। মহল্লার জুনিয়র পোলাপানরে দেখচি চায়ের দোকানে বইয়া রাজনীতির কথা বলে। বিএনপির কেয়ারটেকার দাবীর প্রতি সবার সমর্থন আছে। আমি বল্লাম, তাইলে রাজপথে নামো না কেন? সব বইসা বইসা চা খাও। তাদের জবাব যেনো ঠোটের আগায় ছিল - খাইয়া কাজ নাই, আমরা পুলিশের গুলি খাইয়া মরি আর জামাতের রাজাকারগুলা বিএনপির সাথে খমতায় আসবো। ঐটা দেখার শখ নাই।