![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতিঃ এক সময়ের নীতির রাজা এখন যেটা হয়ে পড়েছে রাজার নীতি, বড়ই আশ্চর্যের এক বিষয়।
আমি একজন মানুষ হিসেবে, কিছুটা শিক্ষিত হিসেবে, সাধারণ বিচারে, সাধারনভাবে হলেও সচেতন নাগরিক হিসেবে নিজেকে যদি নিজেও মনে করে থাকি তাতেও, আমার মনে কিছু ধারনার উদয় হয়েছে। আজ আমি সেগুলোই শেয়ার করব আপনাদের সাথে এবং আপনাদের মতামত ও আশা করব এই বিষয়গুলোতে।
১। আমাদের দেশ যেহেতু স্বাধীন দেশ, এই দেশে এখন আর ছাত্র রাজনীতির দরকার নেই। কারণ, আমার নিজের স্বল্প অভিজ্ঞতায় যা দেখা, সেটা হচ্ছে, স্বাধীনতার আগে যারা ছাত্রনেতা ছিলেন তাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিং এ ফ্রি খাওয়ার জন্যে মাঠে নামতেন না, তাঁরা দেশের মানুষের অধিকার আদায়ে মাঠে নামতেন। আর আজ যারা মাঠে নামে তারা কেবল ই ফ্রি খাওয়া, নতুবা কোনও একটা ছোট-খাট পদ পাবার জন্যে নতুবা নিজেকে হিট লিস্টের উপরের সারিতে নিতেই এই কাজ করে থাকেন। আর খুঁজে দেখলে পাওয়া যাবে, এরা অনেকেই হলের একটা সিট পেতেই রাজনীতি তে এসেছিলেন, তাঁরা রাজনীতি করার উদ্দেশ্য নিয়ে আসেন নি বা দেশের কল্যান মানুষের চিন্তা এইসব নিয়ে হয়ত তাঁরা কখনোই ভাবেন নি। তবে, ব্যতিক্রম থাকা অস্বাভাবিক নয়।
২। আমাদের দেশে আমার মতে দরকার অনেক বেশি সঠিক পররাষ্ট্র নীতি, শক্তিশালি অর্থনীতি, সঠিক বাজার ব্যবস্থা, আধুনিক বিজ্ঞান চর্চা, আর দরকার সবার কাছ থেকে দেশপ্রেম (আমার ব্যক্তিগত মতামত বলে, দেশপ্রেম বিষয়টা বাঙ্গালির মধ্যে নেই একেবারেই)। কিন্তু, আমি ঠিক বুঝি না, আমাদের দেশের শিক্ষা কি আসলেই চায় আমরা নিজেদের এগিয়ে নিয়ে যাই, না চায় জেভাবে আমাদের উন্নতি বিগত ৪৩ বছরে হয় নি, সেভাবেই চলুক। এই বিষয়ে কে দেখবে, আমাদের তথাকথিত দুই মহামান্যবর রাজনৈতিক দলের কাণ্ডারিরা নাকি সেই ভার আমাদের ই নিতে হবে??
৩। আমাদের মধ্যে কোনও প্রকারেই নিয়মানুবর্তিতা কাজ করেই না। এই বিষয়ে কি করলে কি হবে এই ধারণা চাইছি আপনাদের কাছে। কারণ, আমার মতে নিয়মানুবর্তী না হলে কোনও দেশের ই কোনকালেই উন্নতি হবে বলে মনে হয় না। সব ক্ষেত্রেই আমাদের যথাযথ নিয়ম আছে, কিন্তু মানুষ যাতে মেনে চলে সেই ব্যপারে কি করা যায়???
আরেকটা ছোট্ট বিষয় মনের মধ্যে খচখচ করছে। আসছে ২৬শে মার্চ আমাদের জাতীয় দিবসে লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার যে রেকর্ড এর সাক্ষী আমরা হতে যাচ্ছি, তার প্রধান পৃষ্ঠপোষক নাকি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
হাসব না কাঁদব না কর্পোরেট জগতের সর্বজয় বলব, ঠিক বুঝতে পারছি না
তা আমাদের সুশীল সমাজের মহান অধিপতিদের তাঁরা কত টাকা দিয়েছেন জানতে পারলে খুশি হতাম, কারণ তাঁরা তো ঠোঁটে মনে হয় ঐ টাকায় আমদানি করা ফেভিকল লাগিয়ে ই বসে আছেন মনে হচ্ছে। আর, তারা যদি পেয়ে থাকেন, তাহলে আমাদের ও কি পাবার অধিকার নেই???
এই প্রশ্ন আমার তরফ থেকে আপনাদের উদ্দেশ্যে...
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ
যেগুলোতে একমত হতে পারেন নি, সেগুলোর বিপক্ষে যুক্তি তুলে ধরলে খুবই খুশি হব
২| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৬
রায়ান ঋদ্ধ বলেছেন: ক'জন রাজনীতিবীদ রাজনীতি শব্দটির মানে জানেন??
আমার মতে ছাত্র রাজনীতির প্রয়োজন আছে। নিশ্চয়ই হলে ফ্রী খাওয়ার রাজনীতি না! গণমূখী রাজনীতি। যারা বিদ্যুতের দাম, পার্বত্য অঞ্চলের মানবাধিকার, বৈদেশিক হস্তক্ষেপ... এই সব নিয়ে কথা বলবে, আন্দোলন করবে।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ১০:০১
ক্ষুদ্র খাদেম বলেছেন: রাজনিতিবিদেরা আছেন তাদের আখের গোছানো নিয়ে ব্যস্ত, আর আমরা আশাই করে যাচ্ছি কোনও দৈব বল এসে আমাদের উদ্ধার করবে
৩| ২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:২৯
আমি অপদার্থ বলেছেন: রাজনীতি ছিল নীতির রাজা; এখন রাজার নীতি - কথাটার সাথে একমত।
২৩ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ
আর, আমার মনে হয় কথাটা অনেকেই মেনে নেবেন।
৪| ১০ ই মে, ২০১৪ বিকাল ৪:০৪
কালের সময় বলেছেন: বর্তমান সময় অনুযায়ী ছাত্র রাজনীতি পুরপুরি নিষিদ্ধ করা হোক ।
১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৫৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: সম্পূর্ণভাবে সহমত
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:২৮
ঢাকাবাসী বলেছেন: কিছু কিছু বিষয়ে একমত।