নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

নিজেকে কেমন যেন অপরাধী বলেই মনে হচ্ছে /:) /:) এমনও কি হতে পারে???

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২১

ঘটনাটা গত শুক্রবার রাতের...যশোর-খুলনা রোডের...সময় রাত ৮-৩০ এর মত তখন।

একটা স্টপেজ থেকে চারজন যাত্রী (তিনজন পুরুষ এবং একজন মহিলা) উঠলেন গাড়িতে। তাদের প্রত্যেকের বয়স হবে ২২-২৫ বছরের মধ্যে।
যথারীতি গাড়ি অবরোধের মধ্যে প্রায় ফাঁকা রাস্তায়ই চলছে। এভাবে চল্লিশ মিনিট অতিক্রান্ত হওয়ার পরে আমরা যখন প্রায় গন্তব্যের কাছাকাছি তখনই ঘটনাটা ঘটল।

একটা স্টপেজে এসে গাড়ি থামল আর ঐ চার যাত্রী ও সেই স্টপেজেই নামবেন। তাদের মধ্যে একজন নেমে গেলেন, বাকি দুইজন নামবেন কিন্তু বিপত্তি বাঁধল মহিলা যাত্রীকে নিয়ে। আমি বাসের মাঝামাঝি অবস্থায় থাকায় দুই-তিন মিনিট পরে ঘটনাটা নজরে এল। যখন শুনতে পেলাম, ঐ মহিলা যাত্রীকে ডাকাডাকি করা হচ্ছে ঘুম থেকে তোলার জন্যে, কিন্তু অনেক ডাকাডাকি আর চিৎকার-চেচামেচিতেও তার ঘুম ভাঙছে না। আশপাশের যাত্রীদের পরামর্শে ঐ দুই অপেক্ষারত ব্যক্তি সেই মহিলার চোখেমুখে পানি ছিটানো ও হয়ে গেছে। কিন্তু তার ঘুম ভাঙছে না কোনক্রমেই।

ঐ অবরোধের সময়ে রাত নয়টারও পরে প্রায় ফাঁকা বাস স্টপেজে আমাদের গাড়িটা কিন্তু প্রায় ৭-৮ মিনিট ধরে অবস্থান করছে। একদিকে আমরা গাড়ির যাত্রীরা স্বাভাবিকভাবেই আতঙ্কিত আর অন্যদিকে আবার অনেকেই (যারা পেছন দিকে অবস্থান করছিলেন) ঐ ডাকাডাকির ঘটনায় উৎসাহীও।
অবশেষে প্রায় ১৫ মিনিট অতিক্রান্ত হওয়ার পরে ঐ তৃতীয় ব্যক্তি যিনি গাড়ি থেকে নেমে অপেক্ষা করছিলেন তিনি আবার উঠে এলেন এবং কয়েকজন যাত্রীর পরামর্শে তারা ঐ মহিলাকে তিনজন মিলে ঘুমন্ত অবস্থায়ই প্রায় কোলে করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গেলেন, এবং তারপরে গাড়ি আবার ছাড়ল।

গাড়ি চলা শুরু করার পরে আমার পাশের যাত্রী হঠাৎ বলে বসলেন, এমনও তো হতে পারে ঐ মহিলাকে কোনও ঘুমের ওষুধ বা নেশাজাতীয় দ্রব্য প্রয়োগ করা হয়েছে কিনা কে জানে!! কারণ, পরে জানতে পারলাম গাড়িতে যখন তারা ওঠে তখন নাকি মহিলাটি স্বাভাবিক ই ছিলেন এবং অনেকক্ষণযাবত কথাও বলছিলেন। তাদের কাছে মনে হয়নি কেউ হঠাৎ করে এতটা গভীর ঘুমের ঘোরে চলে জেতে পারে যা প্রায় ১৫ মিনিটের চেষ্টায় ভাঙবে না। তাদের কথা আমার কাছে যুক্তিযুক্ত বলেই মনে হল। আর বাকি তিন পুরুষ সহযাত্রী ও কিন্তু নাকি একবারের জন্যেও এই কথা বলেনি যে মহিলাটি অসুস্থ ছিলেন।

তারপরেই আমার মনে প্রশ্ন যেটা জাগল সেটা হল এইভাবে করে কি ঐ মহিলাকে বাকি তিনজন মিলে কোথাও অজ্ঞান করে কোথাও নিয়ে গেল???
সহযাত্রীদের ভাষ্যমতে যা জানলাম, তাদের কাছে ঐ মহিলাকে তার আচরণে ঐ তিন ব্যক্তির কারো আত্মীয় বলে মনে হয়নি!!!

এই কথা যদি সত্যিই হয়ে থাকে, তাহলে আমার যেটা মনে হয় আমাদের যাত্রীদের আরেকটু শক্ত করে ঐ তিন ব্যক্তি কে চেপে ধরা উচিত ছিল, যে আসলে কি হচ্ছে এখানে? আর আমাদের যাত্রীদের মধ্যে অনেকটা ভীতি হয়ত কাজ করছিল এই ভেবে যে এমনিতেই অবরোধের সময় তার ওপরে গাড়িটা প্রায় ১৫ মিনিট ধরেই এক অবস্থায় দাঁড়ানো প্রায় ফাঁকা রাস্তায়। জানিনা ঐ মহিলার ভাগ্যে কি ঘটেছে বা ঘটবে?!

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৫

মাঘের নীল আকাশ বলেছেন: হুমম...আসলেই দুশ্চিন্তার বিষয়

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: হুম সেটাই মনে হচ্ছে :( :(

২| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: বলেন কি! এই ব্যাপারে তো পুলিশকে জানানো দরকার! আপনি দ্রুত এই ব্যাপারে থানায় জানানোর ব্যবস্থা করুন।

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫১

ক্ষুদ্র খাদেম বলেছেন: গাড়ি পরের স্টপেজে আসার পরেই পুলিশের চেকপোস্ট ছিল, সেখানে জানানো হয়েছিল। কিন্তু, পরবর্তীতে আর আমার পক্ষে খোঁজ নেয়া সম্ভব হয়নি, যেহেতু আমি আসলে ওখানে থাকি না /:) /:)

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

ঢাকাবাসী বলেছেন: আপনি কি করছিলেন?

২৬ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: উপরের মন্তব্য দ্রষ্টব্য @ ঢাকাবাসী ভাই

এর বেশি আর তেমন কিছু করার চিন্তা মাথায় আসেনি ঘটনার আকস্মিকতায় /:) /:)

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৮

শফিক আলম বলেছেন: আমরা সবকিছুতেই সচেতনভাবে(!) নীরব দর্শক! মানুষ পুড়িয়ে মারলেও, চোখের সামনে কাউকে উঠিয়ে নিয়ে গেলেও। আমরা প্রতিদিন বায়োস্কোপের মত তামাশা দেখি।

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩৯

ক্ষুদ্র খাদেম বলেছেন: /:) /:) :((

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫

জনাব মাহাবুব বলেছেন: আসলে ঘটনা ঘটতে থাকলে অনেকেই ব্যাপারটা বুঝতে পারে না।
ঘটনা ঘটে গেলে পড়ে হুশ হয়।

যাকে বাংলা প্রবাদে বলে "চোর গেলে বুদ্ধি বাড়ে" :D

২৬ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

ক্ষুদ্র খাদেম বলেছেন: অনেকটা সেই রকমই ভাই :(( :((

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

মহান অতন্দ্র বলেছেন: ঐ রোডে অনেকবার যাওয়া হয়েছে। তবে আপনাদের আর একটু দায়িত্ববান হওয়া উচিৎ ছিল। মহিলার কপাল ভাল, খারাপ দুইটাই হতে পারে।

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: সবচেয়ে বড় সমস্যা ছিল বাস স্টপেজটা জনমানবহীন ছিল প্রায় আর অবরোধের মধ্যে হওয়াতে সবাই তাড়ার উপরে ছিলাম হামলার ভয়ে। আরেকটা ব্যপার হচ্ছে ঐ যে পুলিশের কাছে বিষয়টা জানানো হয়েছিল তারও তেমন কোনও খবর পাবার সুযোগ পাচ্ছি না /:) :((

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

একলা ফড়িং বলেছেন: :( :(


এমন অবস্থায় সবাই সাধারণত প্রশ্ন করতে থাকে কোথা থেকে আসছে, কোথায় যাবে বা তারা একে অন্যের কি হয়! কিন্তু এখানে কেউই কিছু জানতে চাইল না! সম্ভবত রাত আর দেশের সামগ্রিক পরিস্থিতির জন্য! সবাই ঝামেলা দূর করে দ্রুত জায়গা ত্যাগ করার চিন্তায় ব্যস্ত ছিল!

মেয়েটার খারাপ কিছু না হোক এটাই কামনা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

ক্ষুদ্র খাদেম বলেছেন: সমস্যাটা সেখানেই, আমরা সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। তবে পারিপার্শ্বিক অবস্থা ঐ ঘটনার জন্যে অনেকখানিই দায়ী ছিল /:) :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.