নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমার দেশটার মত মহান হতে চাই facebook.com/khudro.khadem

ক্ষুদ্র খাদেম

ক্ষুদ্র খাদেম › বিস্তারিত পোস্টঃ

আইয়া পড়লাম আবার (করোনা লইয়া আর ভালো লাগে না! :(( )

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৮:৪৭

করোনা ভাইরাসের এই কয়েকদিনে আমি মনে করি এই ভালো হবে !:#P :-B


বহুদিন পরে দুই প্রবীণ রাজনীতিবিদের দেখা হলওঃ
: শুনলাম আপনি নাকি প্রায় অন্ধ হয়ে গেছেন?
: হ্যা পুরোপুরি
: তা এখন কী করেন?
: রাজনৈতিক কলাম লিখি!


আদালতে জজঃ একদম চুপ, কেউ টু শব্দটি করলে কোর্ট থেকে বের করে দেয়া হবে। সঙ্গে সঙ্গে আসামি বিকট সুরে চেঁচাতে থাকল!!


প্রবীণ রাজনীতিবিদের সাক্ষাৎকার নিতে এসে সাংবাদিক জানতে চাইলেন, ‘আচ্ছা আপনি বিয়ে করেননি কেন?’ মুচকি হেসে রাজনীতিবিদ বললেন, ‘এর পেছনে রয়েছে একটি ঘটনা। আজ থেকে বিশ বছর আগে একদিন এক অনুষ্ঠানে গিয়েছিলাম। আমার সাম্নেই বসে ছিলেন শাড়ি পরা এক মহিলা। আমি চেয়ার থেকে উঠতে গেলে হঠাৎ তাঁর শাড়িতে পা লেগে যায়। নিচের দিকে তাকিয়েই মহিলা গাধা, উল্লুক, টিকটিকি, বেবুন, হনুমান, মুখপোড়া বলে শুরু করলেন গালাগাল। হঠাৎ মুখ তুলে আমাকে সামনে দেখতে পেয়ে বললেন, ‘দুঃখিত, কিছু মনে করবেন না। আমি ভেবেছিলাম, এটা বুঝি আমার স্বামীর কাজ।‘


: বুঝলি, আমি লাখপতি। তোর মত লোককে এক হাঁটে কিনে অন্য হাঁটে বেচতে পারি
: আর আমি কোটিপতি। তোর মত লোককে কিনি কিন্ত বেচার দরকার হয় না!


অনেকদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা-
: কিরে দোস্ত, কি খবর?
: আর বলিস না, মন খারাপ
: কেন কি হয়েছে?
: এক বন্ধুকে ২ লাখ টাকা ধার দিয়েছিলাম প্লাস্টিক সার্জারি করতে। এখন আর ওকে চিনতে পারছি না।


এক ছেলে গায়ে অনেক জ্বর নিয়ে বায়োলজি বইয়ের রক্তের চ্যাপ্টারটা পড়ছে। তখন অন্য় এক ছেলে প্রশ্ন করলঃ এত জ্বরের মধ্যে লেখাপড়ার দরকার কি?
: ডাক্তার আমাকে বলেছে, কাল আমার ব্লাড টেস্ট হবে। ব্লাড নিয়ে একটু পড়ালেখা না করলে কাল পাশ করব কিভাবে? তাই কষ্ট করে পড়ছি।


শিক্ষকঃ আপেল আর কমলার মধ্যে পার্থক্য কী?
ছাত্রঃ কমলার রং কমলা কিন্ত আপেলের রং আপেল না!


এক কিপটে সরদারজি ভাবলেন, তাঁর স্ত্রীকে টাকা জমানো শেখাবেন। টিনের একটা বাক্স কিনে তাতে ছোট একটা ফুটো করে চাবিটা পকেটে রাখলেন তিনি। এরপর বাড়িয়ে ধরলেন স্ত্রীর দিকে, “শোন, একটা কাজ করা যাক। আমাকে প্রতিবার একটা করে চুমু দেবে আর আমি চার আনা করে বাক্সে রাখব। দেখবে, মাস শেষে অনেক টাকা জমবে, সব তোমার।“
কথামতো, চলতে থাকল টাকা জমানো প্রকল্প। কেটে গেল মাস। সময় হল বাক্স খোলার। পকেট থেকে ছুরি বের করে বাক্স খুলেই সরদারজির চক্ষু চড়কগাছ। প্রতিবার চার আনা করে দিয়ে এসেছেন তিনি, কিন্তু, বাক্সে বেশ কয়েকটি ৫-১০ রুপির নোটও দেখতে পেলেন তিনি। প্রশ্ন করার আগেই স্ত্রীর উত্তর, “সবাই কি আর তোমার মত কিপটে নাকি?”


শেষ করি, আমার নিজের বর্তমান অবস্থার সাথে মিল আছে এমন একটা জোকস দিয়ে—

শিক্ষকঃ বলো তো, বনে ভালুকের গাঁয়ের লোম বড় বড় হয় কেন?
ছাত্রঃ এ তো সহজ প্রশ্ন।
শিক্ষকঃ তাহলে উত্তর দাও
ছাত্রঃ বনে সেলুন নেই বলে!


কোভিড-১৯ নিয়ে লিখতে আর চাচ্ছি না, তাই এই পুরনো জোকসগুলো আবার লিখলাম। এগুলো অনেক বছর আগের সংগৃহীত এবং আমার নিজের ডায়েরি থেকে এই মুহূর্তে টাইপকৃত জোকস। হয়ত, আপনাদের সাথে কমন ও পড়ে যেতে পারে :D :-B

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৮:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাইতো আর আপনার মতো কিপটা না!!
আগের জোকস দিলেন
নতুন দিন।

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:০১

ক্ষুদ্র খাদেম বলেছেন: আপনার জন্যে নতুন আরো খুঁজে বের করছি, দাঁড়ান :-B

২| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

রাজীব নুর বলেছেন: এই যে আমরা চারপাশের দুনিয়া দেখছি।
সেখান থেকে কি আমরা কোনো শিক্ষা নিচ্ছি?

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: মনে হয়না ভাই, আমরা শিক্ষা নিতে আগ্রহী না, কিন্তু দিতে ওস্তাদ :( /:)

৩| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:০৮

চাঁদগাজী বলেছেন:



ভালোই

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:২৫

ক্ষুদ্র খাদেম বলেছেন: ধইন্যাপাতা লন, তরকারিতে স্বাদ বাইড়া যাইব B-) ;)

৪| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫

আহমেদ জী এস বলেছেন: ক্ষুদ্র খাদেম,




হা...হা...হা....

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪০

ক্ষুদ্র খাদেম বলেছেন: ধইন্যা পাতা নিলে তরকারিতে স্বাদ বাইড়া যাইতে পারে B-) B-))

৫| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৪৮

ক্ষুদ্র খাদেম বলেছেন: অনেক দিন পরে, ধন্যবাদ নেবেন :D
কেমন আছেন? সাবধানে থাকবেন

৬| ০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৫১

মিরোরডডল বলেছেন: ৫ নং সবচেয়ে জোস :)

০৪ ঠা এপ্রিল, ২০২০ রাত ৯:৫৬

ক্ষুদ্র খাদেম বলেছেন: ধইন্যা পাতা নিলে তরকারিতে স্বাদ বাইড়া যাইতে পারে B-)) =p~

আপনি ৫ নম্বর বলার পরে আমারে আবার কোনটা ৫ নম্বর সেইটা খুঁজতে হইল, এইভাবে হইলে খেলুম না B-))

৭| ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১২:৫১

নেওয়াজ আলি বলেছেন: মিছিলে মিছিলে লোক ঢাকাতে আসতেছে তাদের দোষ নাই। তাদের জব করতে হবে

০৫ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:৩৪

ক্ষুদ্র খাদেম বলেছেন: রাত ১২ঃ৩১ মিনিটে খবর পেলাম জে গার্মেন্টসগুলো আবার বন্ধ ঘোষণা করা হয়েছে। ওরা কি আমাদের সাথে মজা নিচ্ছে? না মজা দিচ্ছে সেটাই বুঝতে পারছি না /:) /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.