![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলিসা গ্রানাটো!
খুব সম্ভবত গোটা বিশ্ব এখন এলিসা গ্রানাটো'র দিকে তাকিয়ে রয়েছে! করোনা ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড হতে সারা গিলবার্ট যে ভ্যাকসিন আবিস্কার করেছেন, সেটির প্রথম ভলান্টিয়ার হিসেবে এলিসা গ্রানাটো সেটি তার নিজ দেহে গ্রহন করেছেন। শরীরে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি হলে এরপর তার শরীরে দেয়া হবে করোনা ভাইরাস। ভাইরাসের বিরুদ্ধে তৈরি হওয়া এন্টিবডি কাজ না করলে তার মৃত্যুও হতে পারে।
পৃথিবীতে মানব প্রজাতি রক্ষায় এমন হাজারো এলিসা গ্রানাটো তাদের নিজের জীবন বিপন্ন করে নিরন্তর কাজ করে চলেছেন! আর আমরা তাকিয়ে রয়েছি তাদের দিকে।
স্যালুট এলিসা গ্রানাটো এবং সম্মুখ সমরের সকল নীলকন্ঠ করোনা যোদ্ধাদের!
"সংগৃহীত"
এটা আমার নিজের লেখা নয়, কিন্তু ভাবলাম সবার সাথেই এটা শেয়ার করা উচিত, তাই পোস্ট আকারে দিলাম।
২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৩
ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই আমরা নিজেরাও হয়ত ওভাবে অনুধাবন করি না, মেডিক্যাল সাইন্সে ভলান্টিয়ার হওয়াটা একটা বিশাল চ্যালেঞ্জ !!
২| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩০
ঢাবিয়ান বলেছেন: মেয়েটি যা করছে মানব্জাতির জন্য তাতে স্যলুট । তবে একটা কথা ভাবছি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্ত একেকজনের একেক রকম। তাই এই পদ্ধতিটা সেভাবে কার্করী বলে মনে হচ্ছে না।
২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমার জানামতে উনি একা নন, আরও একজন ছিলেন প্রাথমিক টেস্ট ভলান্টিয়ার হিসেবে। আর আমার যতদূর জানা আছে, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের ওপরে পরীক্ষা করলেই কেবল আদতে এটা কেমন কাজ করবে তা জানা যেতে পারে
৩| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৯
খায়রুল আহসান বলেছেন: এলিসা গ্রানাটো এর মত ভলান্টিয়ার থাকে বলেই মানব জাতির জন্য রোগ প্রতিষেধক ভ্যাক্সিন আবিষ্কার করা সম্ভব হয়।
২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৪১
ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেই, যুগে যুগে মানুষের অস্ত্র হাতে লড়াইয়ের তুলনায় বরং এলিসার মতো যোদ্ধারা বেশি কৃতিত্বের দাবীদার
৪| ২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এলিসা গ্রানাটো'র জন্য শুভকামনা
তার জয় হোক, পরাজিত হোক অশুভ করোনার।
বিশ্বাস এলিসা গ্রানাটো অমর হয়ে থাকবে মা্নবতার
ইতিহাসে।
২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:০২
ক্ষুদ্র খাদেম বলেছেন: এলিসার মতো যোদ্ধারা অমর হয়ে থাক, আর আপনি আমি সবাই তাকে অমর করে রাখতে একটু ভুমিকা নিচ্ছি, এতেই আমি সন্তুষ্ট। ধন্যবাদ, আশা জাগানিয়া মন্তব্যের জন্যে
৫| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১১
তারেক_মাহমুদ বলেছেন: এলিসা গ্রানাটোর নাম মানব সভ্যতার ইতিহাসে স্বরনীয় হয়ে থাকবে। তার সফলাতার জন্য সকল ধর্মের মানুষের দোয়া করা উচিত।
২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমরা তার সুস্থতা কামনা করছি
৬| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এলিসা গ্রানাটো'র জন্য শুভকামনা
জয় হউক মানবতার।
জয় হবেই এই যুদ্ধের।
২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:১৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: মানবতার জয় আসবেই
৭| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৩
রাজীব নুর বলেছেন: এলিসা গ্রানাটো হতে আমার কোনো আপত্তি নাই।
২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ, কিন্তু আপনার আমার পরিবার কি রাজি হবে? জেনে শুনে আমাদের মৃত্যুমুখে ঠেলে দিতে? কারণ, প্রতিষেধক কিন্তু প্রমাণিত নয় এখনো!!
৮| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:২৮
রিফাত হোসেন বলেছেন: এমন স্বেচ্ছাসেবীদের কারনেই পৃথিবী টিকে আছে।
২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: এরাই প্রকৃত ভাবে মানবসেবায় নিজেদের উৎসর্গ করেছে আর নিজেদেরকে প্রমাণ করেছে আমাদের অনুপ্রেরণা হিসেবে
৯| ২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৫৯
চাঁদগাজী বলেছেন:
এটা পুরো মানব জাতির জন্য ভলনটিয়ার হওয়া, বিশাল অবদান।
আমেরিকায়, গত সপ্তাহে ৪৮ জনকে পরীক্ষামুলক টিকা দেয়া হয়েছে; এখন তাঁদেরকে পর্যবেক্ষণ করা হচ্ছে।
২৫ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:১৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: এটা একটা গৌরবের বিষয় এবং আমরা সফলতার জন্যে অধীর আগ্রহে অপেক্ষা করছি
১০| ২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
ঢাবিয়ান বলেছেন, " মেয়েটি যা করছে মানব্জাতির জন্য তাতে স্যলুট । তবে একটা কথা ভাবছি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্ত একেকজনের একেক রকম। তাই এই পদ্ধতিটা সেভাবে কার্করী বলে মনে হচ্ছে না। "
- পশু ও মানুষর উপর ভেকসিন পরীক্ষা করা চিকিৎসা বিজ্ঞান ও রিসার্চের মুল বিষয়, ২০০ বছর কাজ করছে; আপনি ইহা বুঝার কথা নয়।
২৫ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:২৪
ক্ষুদ্র খাদেম বলেছেন: এইটা তো আশা করি নাই, আমি ভাবলাম এইটা একটা নিরামিষ টাইপের পোস্ট, মারামারি পিটাপিটি হইব না।
আরে চাঁদগাজী ভাই, ছাইড়া দেন, কি শুরু করলেন এইগুলা??
১১| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৮:৩২
নেওয়াজ আলি বলেছেন: Salute
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৫
ক্ষুদ্র খাদেম বলেছেন: আসলেও সে স্যালুট পাওয়ার যোগ্য একটা কাজ করেছে
১২| ২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভেকসিন যদি কাজকরে রোগপ্রতিরোধ ক্ষমতা বেশী থাকলেও করবে,কম থাকলেও করবে।এটা আমরা অন্যান্য ভেকসিনের সময় দেখি।এব্যাপারে আমার সামান্য জ্ঞানও নেই।সাধারন জ্ঞানথেকে বলছি।
২৫ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ, তবে, অন্যসব ভ্যাকসিন যখন আপনি আমি আজ সাধারণত ব্যবহার করি (যেমনঃ টিবি, ডিপথেরিয়া, হাম বা হেপাটাইটিস এর প্রতিষেধক হিসেবে) সেগুলো ও কিন্তু সাধারণ মানুষের শরীরে ব্যবহারের আগে ঠিক এভাবেই তার কার্যকারিতা পরীক্ষা করেই কেবল সাধারণে ব্যবহারের জন্যে উন্মুক্ত করা হয়েছিল
১৩| ২৬ শে এপ্রিল, ২০২০ সকাল ১০:২৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: এলিটা সফল হোক।
২৬ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৬
ক্ষুদ্র খাদেম বলেছেন: ধন্যবাদ, এলিসা সফল হোক, সারাহ গিলবারট এর টিম সফল হোক
১৪| ২৭ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এলিসা গ্রানাটো পুরো মানবজাতির বাঁচার অনুপ্রেরণা। এলিসা তোামাকে শত সহস্র কোটি অভিনন্দন!!
২৮ শে এপ্রিল, ২০২০ রাত ১১:০৯
ক্ষুদ্র খাদেম বলেছেন: আমরা তার সর্বাত্নক সফলতা কামনা করি
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২০ দুপুর ২:২৯
জুন বলেছেন: স্যালুট এলিসা গ্রানাটো এবং সম্মুখ সমরের সকল নীলকন্ঠ করোনা যোদ্ধাদের!